শিমূল পলাশ কুড়োনো এখন থাক।
মন থেকে আগে পাঁকগুলো ধুয়ে যাক!
গঙ্গাস্নান-ও এবার থাক বরং --
অভিমানী বুক আজ বড্ড জখম
খোলা বসন্তে আর নাই বা মাংসাশী
ধরে নাও আমি শয়তান, ছোট মাসী
জ্ঞানের কথা তো বেশ খানিকটা হল
টাইম-পাস করি, ভেলপুরী খাই, চল
দুঃখ যতই, ক্ষিদে তো সবার-ই পায়
জ্বরেতে উপোসে কি বা আর আসে যায়
ওই তো বালিশে ঘুমোচ্ছে ভালবাসা
মেঝেতে আমি ঠোঁটে সিগারেট ঠাসা।
No comments:
Post a Comment