আলপিন বড় ফিনফিনে নখে
খামচে ধরেছে রোদ্দুর
আতস কাঁচের তরতাজা চোখে
মানচিত্র আর ক'দ্দূর
দইফোঁটা চাঁদ বদন কপাল
ছাতির খাঁচায় সিন্দুক
টিস্যুর বদলে মোছে দিকপাল
খবরেতে ছাপা নিন্দুক
আবডালে আমে ভেন্টিলেশন
ঝড় খুঁজে ফেরে নিঃশ্বাস
কথার প্যাঁচেতে সাতপাকে মন
গর্ভপাতে তে বিশ্বাস
উনুনের আঁচে ঢাকা পড়ে আছে
লালসুতো নীলসুতো
কস্তুরী মৃগ চৌরাস্তার কাছে
উৎকোচে বেলা দু'টো
পেয়ারাটা ডাঁশা সবুজ খোশায়
চুমকি বসিয়ে হ্যালোজেন
আলোকবর্ষে কামড় বসায়
ফুলস্টপে ঘেরা হাইফেন
নদীর চড়ায় বাক্য হেঁটেছে
ঢেউ গুনে চলে পাল্কি
জলস্রোতে বারুদ ফেটেছে
কফি হাউসেতে কাল কি....?
No comments:
Post a Comment