কাহারে করিছ মার্জনা,
অযুত যুগ ধরিয়া
যে শুধু তোমারে খুঁজিছে ভ্রমিয়া?
কোন ধূম্রপটে লুটাইছ মোহ মায়া!
অনন্তের পট আঁকি বসে।
আগমনী গায় পিতৃপুরুষ,
দেব ও দানবে।
আহুতিতে কেশরাশি,
মুণ্ডিত হৃদয় আচ্ছাদিত
বিস্মরণের কণা কৃত্তিকে।
অপেক্ষায় মজিছে ইন্দ্রজাল,
ভ্রষ্ট পথিক লুটায় প্রান্তরে।
সন্ধানী রক্তবীজ
ব্রহ্মাস্ত্রে করিয়া স্বাক্ষর
মুক্তি দিয়াছে তারে।
সাজিয়াছে ভিক্ষুক
তব অর্গল সুরক্ষিত
মোক্ষলাভের দ্বারে...
No comments:
Post a Comment