Monday, 20 July 2020

কাটা-ছড়া

চিৎকার ফুৎকারে
নীল তিমি কালো
সেলফোনে ডলফিন
লেজ নাড়ি চলো
হাত কাটা, কাটা কান
কাঁটা বাছে পুঁটি মাছ
বগলে পুরেছি সোনা
কোরো না গো soft touch
ডাক্তার মোক্তার
রোগ-টা যে ঠিক কি
কাটা পাঁঠা কাঁদে কেন
ঝরে কেন নাকে ঘি
ঝর্ণায় ঝরঝরে
ধোঁয়া ওঠে ঘি-ভাতে
ধূমপান পানমুখে
গিলে করা কাছাতে
জলছাতে বাটিছাঁট
প্যাঁচা ডাকে লক্ষ্মী
গিঠকিরি পুরাতনী
রূপচাঁদ পক্ষী
পাখিকুল মশগুল
দানা দিয়ে পাতা জাল
ভরে দিলে দানা নলে
কপালেতে কঙ্কাল
কালশীটে মার্কশিট
পিঠে বেঁধে কম্বল
রসায়ণ রসাতলে
আমলার অম্বল
আমলকি হরতুকি
গান আর বাজনা
ভূতের রাজার বরে
মুখোশেতে খাজনা
খাজনায় খাঁজ কাটে
স্ট্রিপটিজ মুর্তি
মস্তির ভাঁজে চোখ
কার্দ্যেঁ-র ফুর্তি
আলবাৎ ডালভাত
বিরিয়ানী কাচ্চি
গোমূত্রে ঢাল সুরা
গারনিশে কাগজী
ফুৎকারে চিৎকার
আলো জ্বেলে হল পাপ
মন মাঝি ফাটে খাপে
পঞ্চু-ও বলে 'বাপ'

No comments: