Friday, 17 July 2020

হাফ-ডজন লিমেরিক

 (১)
ওল খেলে ধরে গলা, টোল খেলে হাসি
পরিচয় বর্ণ-তে কানকাটা মাসি
থলি বড় ভারি
বাংলা-কে ছাড়ি
চশমার ফাঁকে তেড়ে ইংরেজি কাশি

(২)
ভ্যানের ঘরেতে গ্যোঘের বাসা তুলির ছোপেতে ছবি
কফিহাউস থেকে হয়েছে নিখোঁজ  চিত্রকর ও কবি
মুখেতে মুখোশ সব
দেওয়ালেতে কলরব
ভ্যাকসিন আজও দাড়ির আড়ালে রক্তকরবী রবি

(৩)
সুতোয় সুতোয় প্যাঁচের ধার কাচ গুঁড়োনো মাঞ্জায়
পোস্ত-ভাপা এপার-ওপার লড়ছে কেমন পাঞ্জায়
নদী কাটছে দেশ
চিংড়ি ইলিশ বেশ
বাদাম ভাজা গিলবে না খাবে ভাবছেন খাঁ খাঞ্জা

(৪)
একানড়ে তুমি নাকি নুন দিয়ে খাও কান
পটার জাদুতে হাওয়া বেঙ্গল ও বাগান
ঠাকুমার ঝুলি
(মাঠে) ফুটবল খুলি
খোক্কস এসে শেষে ঘিলু খুলে চেটে খান

(৫)
পুস্তিকা মুখে নিয়ে talk টরে টক্কা
অশ্বডিম্ব চাষ জাপান টু মক্কা
হাতি ডোবে হাঁটুজল
পিঁপড়েরা রসাতল
ফাঁকা মাঠে হবুচাঁদ হাঁকাচ্ছে ছক্কা

(৬)
আমার ছিল বাঁশের বাগান তোমার ছিল উনুন
কয়লা-র ট্রেনে দেখতে যাব 'অগ্নিপথ' বা 'জুনুন'
টিকিট আজকে ফ্রি-তে
তুমি-আমি তাই মিতে
গল্প যদি লিখি তবে ডেকে বলব, 'শুনুন'

1 comment:

Unknown said...

প্রতিভার প্রকাশ