লকডাউনে ফেসবুকে হঠাৎ দেখলাম সুজন মুখার্জী, মানে নীলের নাটকের গ্রুপ 'চেতনা' 'মাস্কবাদী' নামে একটা কিছু তাদের ইউ-টিউব চ্যানেলে উপস্থাপন করতে চলেছে। খুব উত্তেজিত হয়ে পড়লাম। লেকটাউন 'সংসৃতি' আয়োজিত নাট্যোৎসব শেষ হতে না হতেই লক -ডাউনের প্রকোপে শহর তথা সারা পৃথিবী ন্যূব্জ হয়ে পড়ল। সেই থেকে নাটক দেখার পাট চুকেছে। তবে টিভিতে আর ইনস্টাগ্রাম-এ অনেক অনেক প্রয়াস চোখে পড়ল। মনে গাঁথল না। মাঝখানে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত, ড্যানী বয়েল নির্দেশিত 'ফ্রাংকেনস্টাইন' দেখে এমন অভিভূত হয়ে গেলাম যে কোনো কিছুই আর দেখতে ইচ্ছে হচ্ছিল না। সেখানে 'মাস্কবাদী'-র ঝাঁ-চকচকে বিজ্ঞাপন অনেকটা টাটকা দমকা বাতাসের মত লাগল।
সুজনের অভিনয় ভাল। তবে আরো ভাল ওর কম্পোজ করা ভিস্যুয়ালস। স্টেজে এমন এমন আবহ তৈরী করে তা স্বপ্নের মত, মনে হয় যেন এর থেকে ভাল হতে পারত না।
'মাস্কবাদী' যেহেতু একটা স্টেজ-ব্যতিরেকে প্রয়াস, আমার প্রত্যাশা আরও বেড়ে গেল। কারণ স্টেজের থেকে ক্যামেরার স্বাধীনতার গন্ডী অনেক বেশি বিস্তৃত।
কিছুদিন পরেই আবার একটা নতুন প্রকাশ-- আমার এক্কেবারে ছোটবেলার বেলুড়ের পাড়ার বন্ধু নানু ওরফে দেবনাথ চ্যাটার্জী 'চেতনা'-র সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, একেবারে চাকরী বাকরী ছেড়ে দিয়ে। এটা অনেকটা দারুন একটা ডার্ক চকোলেট ওয়েট পেসট্রী-র ওপর একটা চেরী বসানো গারনিশিং, আমার 'মাস্কবাদী' নিয়ে আকাশচুম্বী প্রত্যাশায়।
সময় এল, ছ'টা বাজল...এখনো কুমীর এল না....কিছুতেই ইউ-টিউবে লিংক পাওয়া যায় না...অবশেষে কিছুক্ষণ পরে পেলাম।
শুরু হল। আমার মাথার জিব লকলক করছে ক্ষিদেয়..
কিন্তু যা প্রত্যাশা ছিল সে তুলনায় সে রকম কিছু হল না। শেষ পর্যন্ত অপেক্ষা করলাম, একটা সলিড পাঞ্চ-এর জন্য, যেটা মাথায় ঘুর ঘুর করবে, মানুষ হিসেবে আমাকে আর আমার বিবেক বোধ কে অস্থির করে তুলবে.... কিন্তু হল না।
ঝপাঝপ জাম্পকাট, শব্দের লেজ দিয়ে নতুন শব্দের মুখ বানিয়ে একটার সাথে আর এক ব্যক্তি বা পরিস্থিতির যোগসূত্র স্থাপন করে চলা, সবই আশানুরূপ গন্ডীর মধ্যে রইল। কিছুতেই অতিক্রম করল না। ন'মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে, আসলে কি বক্তব্য সেটা খুব কনফিউসিং। পুরো ব্যাপারটা এতটাই সিমবল-সমৃদ্ধ হয়ে গিয়েছে যে কিসের সিমবল সেটাই বোঝা দায়। ফলে স্যাটায়ার-টা বারবার তৈরী হতে হতেও হল না, না পৌঁছাল একটা মনে রাখার মত ক্লাইম্যাক্সে।
'মাস্কবাদী'-র প্রতিপাদ্য বিষয় তার বিজ্ঞাপনের ট্যাগলাইনে যতটা স্পষ্ট, মূল উপস্থাপনার শেষে তার জগাখিচুড়ী। দানাই বাঁধতে পারল না উপজীব্য বিষয়টা।
পরিচালক-কে দোষ দিয়ে লাভ নেই কারণ এ-ও তো হতে পারে যে নিতান্ত সাধারণ দর্শক হিসেবে, 'মাস্কবাদী' বোঝার মত সূক্ষ্ম চেতনা থেকে ঈশ্বর আমাকে বঞ্চিত করেছেন।
আশাকরি পরের বার 'চেতনা'-র যে কোনো প্রয়াস আমার স্বাভাবিক সাধারণ প্রত্যাশা কে হতাশ করবে না।
এ তো গেল আমার মতামত। আপনি নিজেই দেখে বিচার করুন না, দেখুন না আপনার কেমন লাগে!!!
ইউ-টিউব লিংকঃ
https://youtu.be/ubVw4poSvdk
No comments:
Post a Comment