Sunday, 9 December 2018
পড়বে, কিন্তু ক্লাস করবে না...
Saturday, 24 November 2018
আদিরস
মাকড়সার রস
গায়ে মাখলে কি
নিয়ন আলো পিছলে
শৈশবের সন্ধ্যার হ্যারিকেন হয়ে যায়!
শেষবারে ধিক্কার শুনেছিলাম।
বাদামভাজার খোসা ভেলপুরী হয়ে
গংগার ঘাটে
উপহারের পার্কার কলম বেয়ে
মিথ্যে শব্দের শবদেহ।
অবগাহন স্নানের তর্পনের কুশীতে
ঘেঁটে যাওয়া তিলের কাজলে
আয়নার দাগ--
প্রতিবিম্বে তাজমহল।
শ্বেতপাথরের বিমূর্ত
নিভৃত জঠরে
ভবিষ্যতের হত্যা-
ঈশ্বরের দিকে তাকিয়ে ধর্মযুদ্ধের ডাক।
চায়ের কাপে এখন ড্রাকুলা,
সুন্দরের গলার ধমনী খুঁজি।
ঊষ্ণ রক্তের স্বাদ বড় মধুর --
কয়েদখানার পাথরের গায়ে জমা
কষা নোনতা পেচ্ছাপের মত।
তেষ্টার জিভে অমৃত!
ফতোয়া -- আগে পুরুষ হও!
বিক্ষিপ্ত নেশায়,
আগুনের হল্কায় সেঁকে নিলাম
অন্তরের বার্বি কিউ।
ক্ষাত্রধর্ম! --
কোটি কোটির মাঝে
ব্রাহ্মনের তুচ্ছ হাজারের হিসেব!
"ক'য়ের পিঠে ক'য় আট?
এই বেয়ারা!! ব্যালেন্সশীট পাত!!
গোমাংস খাব,
গোলাপের কাঁটাচামচ দিয়ে!"
ফিরতি পথে
হাতে পেন্সিলের বদলে
সুদর্শন চক্র।
ন'পাকের পৈতেতে
সাইকেলের চাকার কঙ্কাল
থার্ড গিয়ারে ত্রিশূল হয়ে
নিঃশব্দে ফিশন --
গতির বিষ্ফোরণ!
কেঁপে উঠল ডি-এন-এ।
জন্ম-জন্মান্তরের বিশ্বাস,
তিরিশ ওয়াটের বালবের নিচে
লেখণীর অনাবৃত মসি!
আমার সুরাচ্ছন্ন পাণ্ডুলিপিতে
তোমরা সবাই মিলে
আর অভিশাপ দিও না!
মৃত্যুর অভিশম্পাতে জীবন
আজকাল বড্ড বেশি বাঁচে।
ভয় হয়,
শেষে অমর না হয়ে যাই!
Saturday, 13 October 2018
আঁচড়
চোখের টানে চোখ মিতালি
আঙুল পাকায় পৈতে
ছিঁড়ল কেমন অকারণেই
পারল না ভার বইতে
কাঁধের ওপর আঁচিল ছুঁয়ে
সুতোর পাঁচিল পেরিয়ে
তেপান্তরে দাঁড়িয়ে একা
স্বপ্নটাকে মাড়িয়ে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঘুমের গায়ে টিপ
চশমা হারা চশমখোর
নিভৃতে নিষ্প্রদীপ
গরাদ গলে মনের মানুষ
পাথর হল নস্যি
রাতের আদুল, মোম গলে যায়
নখ পিঠেতে -- 'দস্যি'
বুকের ওপর পা চাপিয়ে
কাটল শুধুই জিব
মুণ্ড থেকে রক্তক্ষরণ
চাটছে ক্ষিদেয় শিব
মন্দিরেতে পাষাণ স্থানু
ভাঙের নেশায় ভাঙা
শিখণ্ডীকে সামনে রেখে
খেলছে কুমীর-ডাঙা।
Monday, 17 September 2018
কবুতর
বিছানার চাদর ঘেঁটে পালক খুঁজে
আকাশে পাখির মত উড়ব কি যেই
কাঠের এক মাস্তুলেতে আগুন লেগে
ডোবে সেই জাহাজ আমি রই যে ভেসেই
সকালে পর্দাফাঁকে আশার আলো
আমি তো দিব্যি আছি বড্ড ভালোই
হরধনু ভাংতে গিয়ে পড়ছি প্রেমে
যদিও মনটা আমার আজ-ও কালোই
দুপুরের ডাল-ভাত আর পোস্ত ঝিঙে
টিয়ার ওই লাল ঠোঁটে লাল তেলাকুচো
টান টান আড়মোড়াতে তক্তাপোশে
হাতপাখা আনচান, মুছে দু'চোখ গুছোই
একরাশ খড়কুটোতে খুঁজছি বাসা
হারিয়েও একলা আছি দিব্যি খাসা
দেয়ালের আয়নাটা আর দেয় না সাড়া
ভাংছি নিজের ছবি দারুণ তাড়ায়
কিছুটা অন্যরকম ভাবতে গিয়ে
আবার-ও কাঁটার পথে এক বাহানা
উজাড় হয়ে পথের ওপর লেপ্টে শুয়ে
স্টিয়ারিং একটা হাতেই দারুণ মানায়...
ঈয়ারিং তোমার কানেই দারুন মানায়...
হিয়ারিং ফস্কে গেলেও কানায় কানায়...
হিসেবের শেষ হবে কোন চোদ্দ আনায়...
Thursday, 19 July 2018
Morning Shave
Tries a close shave
On the veins
With its sharp and smooth fangs.
Devoid of poison they are.
Can be trusted well.
Eyebrows quiver for a sweep.
A Beard and moustache
On the swollen face, run jealous.
Flies all over the skin of such
Stupid dead coldness.
Silence unleashed.
Tap leaks, on wash,
Drip on the feet.
Spits take the shape
Of an abstract witch
To soothe the open lips
Of the wounds --
Eye ball of a lioness
Dipped in the blood of a bat
Stirred with the nails of a vulture --
Everything failed.
Driving towards nowhere,
Headlights blind the eyes.
Stars shower in abstract vision.
Some discreet sound
Of spades gripping on
The sand and clay
Dig a grave.
Already a skull under --
Archeological fossil --
Laughs out loud,
Pro-cynically,
To welcome my silk-sulking
With a vaunt vanity of piousness.
Its teeth are of emerald green
Glares like the stupefied cameo
With bottoms up
Of aborigin wishes.
"Good luck",
A frozen black rosebud,
Sends me off,
Tuesday, 3 July 2018
Amen!
Hail to the lighest touch of the fingers
To muse the estranged to usher
Life!
Thy heart is a heart
Thy soul is a soul
Staright from the anvil
Of the firmament King --
And all hath thee
Do mean to conquer, only.
The triumph over Time
Hath made thy hands run chivalrous.
Hark! there are polished nails
Atop thy graceful fingers
Which maketh thy hands,
When collected together
In the pit of it men dip their hearts,
Flaunt their souls,
To call 'em all thine.
A little carelesslessness doth run
hearts and souls thus made fat
Susceptible to a fatal prick of such nails
That broods eternally of
Unshackled whoozing of blood oozing
out of the lips of the writhing wounds.
"Time, may luck speed thee"!
You cry within
With etherial bliss of gratification
And salvation.
Alas! thou hast a tougue
That dare unravel the shroud
Over uncanny truths you are proud to possess of,
But cannot lick
The blood clean
Until it floods out and chokes to freeze into
The silhouette of a red, red rose
To tend one cenotaph of a
Dead man still walking.
The ope lips of poignant draught wounds
Cry for thy tounge to be lent
So to speak and they aspire for
The last drop of water
From thy envious fingers
Pointing the earth
To allegorize only
A decent burial.
Ironic! --
Thee raise thine hands with
Clean fingers to celebrate the
Chivalry of the gorgeous triumph
concieved of thee.
Dame! Only thy hast a soul
Only a heart hast thee!
Kneel!
Amen!
Thursday, 21 June 2018
পাগলের প্রলাপ
কেন তোমাকেই দেখি বার বার?
মাথায় ঘুন ধরেছে
হৃদপিণ্ডে উইপোকা
চামড়া জুড়ে কাঁকড়া বিছের দংগল।
বিদ্যুতের স্রোত!
কাঁপুনির অশান্তিতে
যদি ওরা সব নেমে
সনাক্তকরণ-প্যারেডের লাইনে এসে দাঁড়ায়!
তার আগে মনটাকে বাংলায় চুবিয়ে
কবরে পুঁতে ভিনটেজ করি!
স্নায়ুপ্রবাহে ঘেন্না বয়ে যাক খানিক!
তবে না 'আসল' চিনতে পারব।
তখন যে মুখই দেখব মনে হবে,
ও তো তুমি-ই।
পুড়লে তবে না জ্বলবে আগুন,
তবে না হবে আলো।
আমার রাজার অসুখ।
সারাক দেখি কেউ,
এই সব অদৃশ্য,
আগুন-গেলা ফোস্কা!
ড্রয়িং রুমে ল্যাম্পশেড জ্বেলে বিশ্বকাপ --
জ্বর-গায়ে মুখে বিড়ির লীনতাপ,
বা থার্মোমিটারে জমে থাকা পারদ থেকে
খানিকটা উত্তাপ নিতে পারো।
ভালবাসার কপালে
রাত জেগে অনেক জলপট্টি দিয়েছি,
বাঁচাতে পারি নি।
বমি উগরে মরেই গেল।
কাটাছেঁড়া করে কিছু পাওয়া গেল না,
ন' মিলিগ্রাম অভিমান ছাড়া।
তারপর থেকে এখানেই...
খোলা আকাশ দরজা হয়েছে-
গায়ে কাঁচ লাগানো চৌকো একটা খোপ।
ও পারে সেই তুমি-ই,
তোমার মুখ।
জানি, তুমি নেই
কেউ নেই।
চাইও না!
আঙুল গুলো যে রোজ কেঁপে কেঁপে বেঁকে গেছে,
তোমায় ছুঁতে চেয়ে।
Wednesday, 20 June 2018
ছবিঘর
গায়ে পোশাক নেই।
মনের গায়েও নেই।
নুডিস্ট কলোনীতে বসে
পোস্ট-মডার্ণ বিমূর্তির ফ্রেম ঘাঁটতে ঘাঁটতে
নখের ডগায় উঠল পরমাণু।
পোখরাণ নয়,
শরীরের ওয়েসিসে ফাটল ফিশন।
সভ্যতার বর্জ্যে গুলিয়ে উঠল গন্ধ --
শিল্পী তোমরা সকলে এক হলে না কেন!
খুব কি হত মন্দ!
শুধু কালো মিছিলে হাঁটলেই একতা!
কে বলেছিল তোমাকে,
চেতনার গু-মূত ঘেঁটে
সমাজ সাফাই করতে!
কে বলেছিল,
প্রেমের কবিতা লিখে
সন্ত হতে!
হাসাবে আমাকে?
কেন? নিজেরা ভুলেছ হাসতে!
রক্ত দিলে ব্যাংক-ব্যালেন্সে,
আর সব দোষ হল
ব্যর্থ বিপ্লবের!
আজ আর যতই কাতুকুতু দাও,
আমি দৃশ্যকলা।
এখন আমার সাধনা --
চলচ্চিত্রে মৃত্যুযোগ!
ক্যামেরা চলছে,
সাদা-কালো ছবিতে
তারা-হাতুড়ি-কাস্তে।
রঙ চড়ানো চরিত্র সব,
আর্ট-ফিল্ম,
তাই, আস্তে!
Tuesday, 24 April 2018
সংগ্রাম
ভয় নেই
এই তো আমি, আছি তোমার একপাশে
সেদিন থেকে যেদিন হলুদ মিশল নীল আকাশে
ক্ষত বিক্ষত
বিচ্ছেদ অক্ষত
শাইলক তুমি দাঁড়িয়েছ ঠিক, কাটছ ছুরির মত
শুধু বরফকুুুুচিতে ঝরবে খানিক রক্ত
কালীমূর্তির শেয়াল লোলুপ জিহবায় আসক্ত
খ্যাত কুখ্যাত
অপরাধের হাতবাক্স
ওথেলো মুরতি মারছ আমায়, মৃত্যু করেছ মকসো
জানি শুরু-শেষ তোমার বুকের বাঁদিকে সরাইখানায়
নুন-লংকায় নধর ক'রে প্রেম তোমাকেই মানায়
ব্যথিত কথিত
আত্মার পোড়ো-বাড়ি
ছয়ফুট বাই দেড়ফুট জুড়ে, থাকব না যাও, আড়ি।
Monday, 23 April 2018
দাবানল
Monday, 16 April 2018
খাবার
Thursday, 12 April 2018
Where Is the 'Me'?
Two for the dame
Three for the money
Four for the blame
Five for the old
Six for the new
Seven for the time
Eight for the due
Nine for the life
And ten for the strife...


