Monday, 23 April 2018

দাবানল


রবিবারের দ্বিপ্রহরে
মাংসতে আর ভাতে
হাড় চিবিয়ে ভাঙ্গল পাঁজর
অজুহাতের দাঁতে

দন্ত কেমন বিকশিত
বিজ্ঞাপনে মাজা
লিপ-লাইনার লিপিস্টিকে
রং-বেরং-এর সাজা

হাতের মধ্যে হাড় আঁকড়ে
বাঁচতে গিয়ে দেখি
হৃদপিণ্ড কামড়ে ধরে
ঝাড়ছি সলিলকি

একনাগাড়ে শব্দ-নদী
পলির ডাঙ্গায় পাতা
শেকড় উপড়ে দাবানলে
ফাটছে ঘিলু-মাথা


No comments: