গায়ে পোশাক নেই।
মনের গায়েও নেই।
নুডিস্ট কলোনীতে বসে
পোস্ট-মডার্ণ বিমূর্তির ফ্রেম ঘাঁটতে ঘাঁটতে
নখের ডগায় উঠল পরমাণু।
পোখরাণ নয়,
শরীরের ওয়েসিসে ফাটল ফিশন।
সভ্যতার বর্জ্যে গুলিয়ে উঠল গন্ধ --
শিল্পী তোমরা সকলে এক হলে না কেন!
খুব কি হত মন্দ!
শুধু কালো মিছিলে হাঁটলেই একতা!
কে বলেছিল তোমাকে,
চেতনার গু-মূত ঘেঁটে
সমাজ সাফাই করতে!
কে বলেছিল,
প্রেমের কবিতা লিখে
সন্ত হতে!
হাসাবে আমাকে?
কেন? নিজেরা ভুলেছ হাসতে!
রক্ত দিলে ব্যাংক-ব্যালেন্সে,
আর সব দোষ হল
ব্যর্থ বিপ্লবের!
আজ আর যতই কাতুকুতু দাও,
আমি দৃশ্যকলা।
এখন আমার সাধনা --
চলচ্চিত্রে মৃত্যুযোগ!
ক্যামেরা চলছে,
সাদা-কালো ছবিতে
তারা-হাতুড়ি-কাস্তে।
রঙ চড়ানো চরিত্র সব,
আর্ট-ফিল্ম,
তাই, আস্তে!
No comments:
Post a Comment