বাসি রুটির টুকরো কিছু
মেঝেতে পড়ে থাকা-
খুঁজে খেতে সূর্যাস্ত,
ভার্জিন মোহিতো-তে ট্যানজারিন কেউ,
কারো ককটেল-এ লঙ্কা বা লেবু,
দ্বিধা-বিভক্ত পৃথিবীতে
তন্দুরী ঝলসানো
দাঁতে লেগে থাকা আঁশ
মুখ থেকে বুকে--
মৃত মোরগের হাততালি ছড়াচ্ছে
শিরায়-ধমনীতে।
ভাঙ্গার উৎসব উদযাপন,
একা, আরো একা হওয়ার উল্লাস,
স্বাধীনতার গানের তালে,
বা, যেমন করে কারবালা হয়েছিল!
রুটির টুকরো-তো আর নেই পড়ে –
আবার ইঁদুর হতে হবে...
No comments:
Post a Comment