Tuesday, 24 April 2018

ভয় নেই

ভয় নেই, ভয় নেই
এই তো আমি, আছি তোমার একপাশে
সেদিন থেকে যেদিন হলুদ মিশল নীল আকাশে
তারপর কত
ক্ষত বিক্ষত
বিচ্ছেদ অক্ষত
শাইলক তুমি দাঁড়িয়েছ ঠিক, কাটছ ছুরির মত
ভয় নেই, ভয় নেই
শুধু বরফকুুুুচিতে ঝরবে খানিক রক্ত
কালীমূর্তির শেয়াল লোলুপ জিহবায় আসক্ত
তারপর যত
খ্যাত কুখ্যাত
অপরাধের হাতবাক্স
ওথেলো মুরতি মারছ আমায়, মৃত্যু করেছ মকসো
ভয় নেই ভয় নেই
জানি শুরু-শেষ তোমার বুকের বাঁদিকে সরাইখানায়
নুন-লংকায় নধর ক'রে প্রেম তোমাকেই মানায়
তারপর যত
ব্যথিত কথিত
আত্মার পোড়ো-বাড়ি
ছয়ফুট বাই দেড়ফুট জুড়ে, থাকব না যাও, আড়ি।

No comments: