Tuesday, 31 December 2013

শের-দিল


ঠোকাঠুকি লেগে
রইলাম জেগে
রাত থেকে দিন
বেলুনেতে পিন

আঁশবঁটি খোলা
রাখলাম গলা
পড়ে ছাঁট পাতে
জীবন মুঠোতে

চুপচাপ চোখ
না-কাটা নখ
আঁচড়ায় তিল
কাম-অন ..kill

এস-এম-এস সাজে
কথা কারুকাজে
তিল থেকে তাল
আকাশ-পাতাল

আকাশেতে পাড়ি
মরু বালিয়াড়ি
(সাত) সমুদ্র নদী
হই পার যদি

কথা মাথা ঠোকে
চোয়াল চিবুকে
চিকন মোড়কে
                স্বপ্ন জঞ্জাল

No comments: