বুকের মধ্যে তোমার গন্ধ মিশে
আজ এখানে ধূমপান বুঝি নিষেধ।শুকনো মুখে চেয়ার খুঁজে ফিরে,
কে আর দেখবে,কফিকাপে আর ভিড়ে!
ফোনের ওপারে চুপিসাড়ে পড়ে শ্বাস
আমার ভাল থাকা তুমিই বারোমাস।
কবিতার বই বাসের একলা সিটে
ঘুমিয়ে পড়লে সব বুঝি যাবে মিটে।
কথা ভেঙে যখন বেদনার গুটি হয়
নিজের কাছে নিজেকেই লাগে ভয়।
No comments:
Post a Comment