Thursday, 26 December 2013

মেরী খ্রিষ্টমাস


রাত জাগছে কালপেঁচা
আর লক্ষ্মী ছাদের কার্নিশে
সান্টাক্লজ়ের ঝুলির ভেতর
অভিমানি কত কালসিটে

মুখের ভেতর জিভ চলাচল
সাপের মত চিরতে চায়
একরতি রাত ভোর হোক আজ
চোখ খুললেই দেখি তোমায়

এপাশ-ওপাশ সিগারেট ছাই
খবর চাই না আজকে
যেমন আছ তেমনি থেকো
আজ  থেকে সেই কালকে

যন্ত্রনা ফেঁপে শেখ্যপীর
কথার কথা আওড়ায়
শব্দ ভাসে ব্রীজের নিচেতে
কলকাতা থেকে হাওড়ায়

জানলায় ভোর শালিখ দুটো
আড়চোখে রোজ কি দ্যাখে
আলতো করে পাল্লা খুলে
উড়ে পালায় কোন ফাঁকে

পর্দায় রোদ আটকায়
চামড়ায় মোটা সানস্ক্রীন
কফির ধোঁয়ায় নতুন টিভিতে
পুরোনো ছবির লাভ-সিন

শোয়ার আগে কে যেন রোজ
কানের মধ্যে ফুট কাটে
মুরোদ নেই তো জ্বলছ কেন
মাঝরাতে রোজ বুকফাটে

সোনার গোলক গড়িয়ে দিলেই
পাল্টা-পাল্টি হবে কি
উল্টে-পাল্টে যাবে কপাল
প্যাঁচার কোলে লক্ষ্মী

No comments: