Tuesday, 31 December 2013

দিবাস্বপ্ন


সকাল হলেই কতগুলো পোকা হাঁটে, সারা শরীর বেয়ে ওঠে আর নামে বাজার-দোকান-ট্রাম-বাস-জীবিকা, কোথাও নিস্তার নেইএর মধ্যেও শান্তি ওই দূরে তারাগুলো থেকে আলোকবর্ষ বেয়ে নেমে আসা খানিকটা তাপ যখন মেখে নিই গায়ে, চাঁদকেও মনে হয় বড় কাছের, বড় আপন সাপ যখন ফনা তুলে তেড়ে আসে, তার হিংস্রতার মধ্যেও কোথায় যেন সৌন্দর্য খুঁজে পাইতার হিংস্রতা যে পবিত্র, কোনো লুকোচুরি নেই।স্বপ্ন আমি বড় একটা দেখি না, আবার যে দিন দেখি, দাগ রেখে যায়, গালে, ঘাড়ে, বুকে, পাঁজরায়। আঁচড়ের দাগ। সেরে যায় দু-এক দিনেই।আর যে দেখতে পাওয়া যায় না! মিলিয়ে যায় মোটা-চামড়ার রঙের সাথে।কুকুর,গরু, এরা আবার আজন্ম বর্ণান্ধ। নাকি সব সাদাকালো দেখে।ইসসসসআমিও যদি ওদের মত হতাম, কত সহজ হত আমার দৃষ্টি শুধু সাদা আর কালো। কালো আবার আমার সবথেকে প্রিয় রঙ। আগে সাদাই ছিল, এখন কালো। বেশ কেমন সব রঙ শুষে নেয়! সব রং-ই আছে অথচ নেই।কত রহস্য, রাখ-ঢাক।এইবারে পূজোর সময়ে যখন ঢাকের বাজনা শেষ হল, তার আগে কত সিঁদুর নিয়ে খেলা!আগে কোনোদিন অত লাল আমি দেখি নি, রক্ত ছাড়া। ছুঁলাম লাল, ছোঁয়ালাম। ব্যাসখেলা শেষ! আর শেষের শুরুকালো।

No comments: