Sunday, 1 December 2013

সব চরিত্র কাল্পনিক


সব চরিত্র কাল্পনিক
সিনেমার ভাঁজে ছেঁড়া ছবি
দেবদাস নাকি দার্শনিক!

সব চরিত্র কাল্পনিক
তোমার সন্তান আর তুমি
দুধে-ভাতে বড় আন্তরিক!

সব চরিত্র কাল্পনিক
ফোনের ইথারনেটে
মন ওড়ে প্যান-প্যাসিফিক।

সব চরিত্রই কাল্পনিক
Elevator- সাদা ঠোঁট,  
মদের গন্ধ মেখে নিক

স-ব চরিত্র কাল্পনিক
দশেন্দ্রিয় বেয়ে নেমে আসা স্রোত
গঙ্গাবক্ষ ধুয়ে দিক!

সব চরিত্র কাল্পনিক
আর ঈশ্বরের দোহাই,
সব রক্ত শুষে নিক

সব চরিত্র কাল্পনিক
থাকা-না-থাকার অনন্ত অন্তর
শ্মশান বড়ই বাস্তবিক

কল্পনার এই অস্তিত্ব
আমাকে রাখুক অযান্ত্রিক...
শব-চরিত্রই কাল্পনিক।

 

 

 

 

 

 

 

No comments: