Thursday, 3 November 2011

প্রজাপতি

একদিন সকালে হঠাৎ সে আমায় বললে
শুঁয়োপোকাটাকে প্রজাপতি করে দিতে পার?
আমি দিশেহারা--
লতায় পাতায় ফুলে জড়িয়ে নিতেই বললে, ছাড়ো।

ধরলাম রঙ মাখানো তুলি,
কাচ ধোয়া অবন ঠাকুর, বেজ, আইচ,
ডানা ভরছে স্বপ্ন ফ্রেস্কো,
সারাদিন, সারারাত ইজ়েল ছেড়ে, ফ্রিজের স্যান্ডউইচ।

প্রজাপতি প্রজাপতি, লালচে সিঁদুর চুলে,
শুঁয়োপোকা ছিলে তুমি কবেই গেছ ভুলে।
ভুলের আমি ভুলের তুমি, ভুলই যেন ঠিক,
গেলাস জুড়ে ভুল জমেছে, জ্বলছে কাবাব শিক।

No comments: