তোমার চিবুকের দাগের থেকেও নিবিড়
তোমাকে না পাওয়া।
ঘড়ির কাঁটার ভুলের শাস্তি
তোমাকে না পাওয়া।
সূর্য ঝলসে পুড়িয়ে সন্ধ্যেতে নেমে যায়
তোমাকে না পাওয়া।
বিস্রস্ত চুলের ফাঁকে গভীর চোখে
তোমাকে না পাওয়া।
আমার হাতের রেখাতে ভাগ্য
তোমাকে না পাওয়া।
আমার বুকের ছোট্ট কোনেতে জেগে থাকা রাত
তোমাকে না পাওয়া।
আমার প্রিয় গানের প্রাণেতে
তোমাকে না পাওয়া।
আমার অযথা কবিতার ক্রমে
তোমাকে না পাওয়া।
বিধাতা প্রেমের মন্ত্র লিখেছে
তোমাকে না পাওয়া।
তোমাকে না পাওয়া।
ঘড়ির কাঁটার ভুলের শাস্তি
তোমাকে না পাওয়া।
সূর্য ঝলসে পুড়িয়ে সন্ধ্যেতে নেমে যায়
তোমাকে না পাওয়া।
বিস্রস্ত চুলের ফাঁকে গভীর চোখে
তোমাকে না পাওয়া।
আমার হাতের রেখাতে ভাগ্য
তোমাকে না পাওয়া।
আমার বুকের ছোট্ট কোনেতে জেগে থাকা রাত
তোমাকে না পাওয়া।
আমার প্রিয় গানের প্রাণেতে
তোমাকে না পাওয়া।
আমার অযথা কবিতার ক্রমে
তোমাকে না পাওয়া।
বিধাতা প্রেমের মন্ত্র লিখেছে
তোমাকে না পাওয়া।
No comments:
Post a Comment