Friday, 28 October 2011

লিমেরিক

(১)
ব্যাং বাবাজির মাথায় ছাতা, আকাশ ভাঙ্গে ঝড়ে,
পাখির গায়ের পালকগুলো বাদলা হাওয়ায় ওড়ে।
আমার নৌকা ভাসে জলে,
পাড়ায় জল এল না কলে,
বৃষ্টি এমন সৃষ্টিছাড়া, চোখেই ঝরে পড়ে ।।

(২)
কেরোসিনে পোড়ে পোকা, আগুনেতে হাত,
জন্মালে হবে জেনো এঁটো জাত-পাত।
মন-মাঝি বহুদূরে,
গান গাবে ভবঘুরে,
নেই শুধু হৃদয়ের মাথাতেই ছাত ।।

(৩)
ইঁটের চূড়ো, লঙ্কাগুঁড়ো, চিংড়িভাজা পাতে,
ধুঁকছে বুড়ো, জ্বলছে নুড়ো, ভুশণ্ডির-ই মাঠে।
পেটের মনেতে নাই সুখ,
অলিন্দে ফুসফুসে অসুখ,
খাবি খাচ্ছে কবি, ফাটছে মাইন, বিড়ি গোঁজা কানেতে ।।

(৪)
চুপচাপ কথা নয়, চেঁচামেচি জোরে,
দল বেঁধে হাতিরা সব আকাশেতে ওড়ে।
হাঁচি পেলে হেসো না,
মোটে ঝেড়ে কেশো না,
তালপাতা সেজে শুধু উঠো কাকভোরে ।।



No comments: