নিঃশব্দতা স্মৃতি বয়ে আনে,
মুখোমুখি আমি আর সে, কত কথা খুঁজে ফিরি,
গালে হাত দিয়ে খুঁজি কত মানে,
সকাল, বিকেল, সন্ধ্যে -- জীবনানন্দ কোজাগরী।
নৈঃশব্দ কত স্মৃতি গড়ে চলে,
হাতে হাত রেখে আমি আর সে, কত পট আঁকি বসে,
আঙ্গুলের ফাঁকে সৃজন কথা বলে,
আমার বিশ্বাসে আকাশের তারা পড়ে খসে।
শব্দহীনতা কত স্মৃতি মুছে ফেলে,
আগুন মাটির নিচে কত বীজে নিশ্চিত আগামী;
মৃত্যুর মূর্ছণা ইতিহাস গড়ে চলে,
কত শব্দের ভিড়ে লীন নৈঃশব্দ আর আমি।
No comments:
Post a Comment