নানান ঘটনাচক্রে শমিত বাবুর সঙ্গে আলাপ হল ৷ মানে 'মৌচাক'-এর একসময়ের কর্ণধার শ্রী শমিত সরকার মহাশয়ের সঙ্গে ৷ আদ্যন্ত একজন বিনয়ী ও শৌখিন মানুষ - চোখে গোল্ডেন ফ্রেমের চশমা ও নিখুঁত ভাবে কামানো ফ্রেঞ্চকাট দাড়ি ছাড়াও একটা দারুন অভিজাত্য। ইস্কুলের দপ্তরী খাতাপত্র কেনার দোকানের ঠিক উল্টোদিকেই ওনাদের 'ঘর' (পাবলিশিং হাউস ও অফিস) | সাহস করে একদিন বলে বসলাম,
- আমার লেখা নেবেন?- দিয়ে যান ... দেখব...
আর দাঁড়াই নাকি! যদি মত বদলে ফেলে ফস করে বলেন,
- কিছুদিন পরে
তখন আর কিছু করার থাকবে না ৷
আনন্দ আর ধরে না! এ হল সেই 'মৌচাক' যখন সন্দেশ-শুকতারা-চাঁদমামা রা ত্রিসীমানায় নেই ৷
এ হল সেই মৌচাক যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিখ্যাত উপন্যাস 'চাঁদের পাহাড়' প্রথম প্রকাশিত হয় ৷
এ হল সেই মৌচাক যেখানে রবীন্দ্রনাথ তাঁর ছড়া প্রকাশ করতেন
এ হল সেই মৌচাক যেখানে সরোজিনী নাইডুর ইংরেজি লেখার ভাষান্তর প্রকাশিত হত।
এ হল সেই মৌচাক যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিখ্যাত উপন্যাস 'চাঁদের পাহাড়' প্রথম প্রকাশিত হয় ৷
এ হল সেই মৌচাক যেখানে রবীন্দ্রনাথ তাঁর ছড়া প্রকাশ করতেন
এ হল সেই মৌচাক যেখানে সরোজিনী নাইডুর ইংরেজি লেখার ভাষান্তর প্রকাশিত হত।
আমার লেখা সেখানে প্রকাশিত হতে শুরু করল।
শমিত বাবুকে বার বার বোঝানোর চেষ্টা করেছি, আট টাকার ম্যাগাজিনে ২০% ডিস্কাউন্ট দিয়ে ছ' টাকায় চলে না কি ! ২০১৭ সাল থেকে বলে বলে getup একটু পরিবর্তন করে উন্নতি হল ৷ কিন্তু কোনো প্রচার নেই ৷ ক'জন জানতাম যে 'মৌচাক' এখনও চলে !
মৌচাক শতবর্ষের আলোকে উদ্ভাসিত হওয়ার সন্ধিক্ষণে বইপাড়ার শমিত বাবু হঠাৎই ইহলোক ত্যাগ করলেন ৷
ওনার সুপুত্র সফটওয়্যার এঞ্জিনিয়র ৷ চাকরিবাকরি ছেড়ে পৈতৃক ব্যবসায় হাত দিয়ে দেখেন মৌচাক ধরে রাখতে গিয়ে শমিত বাবু প্রায় নিঃস্ব হতে বসেছিলেন ৷ কাউকে জানতে বা বুঝতে দেন নি কোনোদিন ৷
তাই সেই 'মৌচাক' আজ ইতিহাস... বন্ধ হয়ে গিয়েছে...
শেষের দিকের কিছু সংখ্যা আর সর্বশেষ শারদ সংখ্যা আমার কাছে আছে ৷
আমার শমিতবাবুকে দেওয়া শেষ লেখাটি আর ছাপা হয় নি ৷ কোনোদিন সে লেখা কোথাও পোস্ট ও করি নি....যদি কোনোদিন মৌচাক আবার চালু হয় ... সেই দুরাশায়...
মৌচাক আমাকে প্রথম সুযোগ দিয়ে ভরসা দিয়েছে আমাকে যে আমার লেখাও ছাপা যায় ... যেখানে বিভূতিভূষণ রবীন্দ্রনাথ শঙ্খ ঘোষ - এনাদের লেখা বের হয়।
শমিতবাবু আজ ইহজগতে নেই৷ ওনার আশীষধন্য আমি ওনার চরণে জানাই সশ্রদ্ধ প্রনাম ৷
মৌচাক আমাকে প্রথম সুযোগ দিয়ে ভরসা দিয়েছে আমাকে যে আমার লেখাও ছাপা যায় ... যেখানে বিভূতিভূষণ রবীন্দ্রনাথ শঙ্খ ঘোষ - এনাদের লেখা বের হয়।
শমিতবাবু আজ ইহজগতে নেই৷ ওনার আশীষধন্য আমি ওনার চরণে জানাই সশ্রদ্ধ প্রনাম ৷




No comments:
Post a Comment