Tuesday, 21 February 2023

একুশে ফেব্রুয়ারী


আগে যেমন মানুষ মানুষের উপকার করবে এটাই স্বাভাবিক ছিল, এখন সেটা ব্যতিক্রমী উদাহরণ ।ঠিক তেমনই মাতৃভাষা (সে শুধু বাংলা নয়) টার থেকে আমার সন্তান ইংরেজীতে অনেক বেশি দড়, এটাই আমরা বাবা মা হিসেবে সবজায়গায় প্রমাণ করতে চাই ৷ আর তা না হলে জাতীয় ভাষা ভেবে নিয়ে, হিন্দিতে ৷


*** (বলে রাখা ভাল যে ভারতে কোনো একটি বিশেষ ভাষাকে জাতীয় বা রাষ্ট্রভাষা হিসেবে চিহ্নিত করে নি ভারতের সংবিধান ৷ বরং উল্টে বলে দিয়েছে যে সারা ভারতে ব্যবহৃত মোট ২২টি প্রধান আঞ্চলিক ভাষার প্রতিটিই সমানভাবে রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা৷)

বারে বারে বলেছি আগে, আবারও , সকলের অবগতির কারণে:
৩০০০ হাজার ভাষার মধ্যে ব্যবহারের দিক থেকে ইংরেজী তৃতীয় আর বাংলা ষষ্ঠ স্থান অধিকার করে আছে সারা পৃথিবীতে ৷

আর শুধু ইংরেজি কেন, আরও দশটা ভাষা শিখুক আমাদের সন্তানেরা ৷ তবে মাতৃভাষা জানা বা শেখায় কি কোনো দোষ আছে? মাতৃভাষা বলতে পড়তে লিখতে শেখা অন্য কোনো ভাষা শেখার প্রতিবন্ধকতা তো নয়ই বরং পরিপূরক (not an impediment but a complement) | আমার নয়, এটা ভাষাবিজ্ঞানী ও বিদদের বক্তব্য |

পৃথিবীতে বহু দেশ ও মানুষ আছেন যাঁরা ইংরেজী জানেনই না ৷ তাঁরা তাঁদের মাতৃভাষা নিয়ে দিব্যি ফুর্তিতে আছেন।

আমি ইংরেজি বিরোধি তো নই-ই ৷ বরং সেই ভাষার প্রতি আমার বেশ বেশি রকমের দুর্বলতা আছে ৷ কিন্তু সেই দুর্বলতা আমার মাতৃভাষা বাংলার প্রতি ভালবাসার সঙ্গে কোনো তুলনাতেই আসে না।

আর যাঁরা নিজের মাতৃভাষাকে অশ্রদ্ধা করেন, আমি তাঁদের মনুষ্যপদবাচ্য বলে মনে করি না।

নীতিকথা: ইংরেজী ও বাংলা ভাষার বা অন্যান্য মাতৃভাষার মধ্যে কোনো বিবাদ বিসংবাদ বিরোধিতা কিছুই নেই ৷ এসব আমরাই লোকদেখানোর জন্য সৃষ্টি করেছি ৷ সবটাই যোগাযোগ আর জ্ঞান আহরণের মাধ্যম মাত্র ৷

*******************
নিচের নামগুলো একদিন বি-বা-দীর মত জনপ্রিয় হবে বলো আমার বিশ্বাস | তাই জন্য দিলাম:
রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত
মনে রাখার সুবিধার জন্য : রজ-শসা-ব
তারিখঃ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী

১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ৷


No comments: