Tuesday, 18 August 2020

তৃতীয় বিশ্ব

উলঙ্গ প্রায়, কবিতা মাখি গায়

কলঙ্ক শিরে হলেম আমি রাজা।

ঈদের চাঁদে আসন পেতে ধ্যানে,

বিসমিল্লা ত্রিশূল দিলেন মাজা...



রাত নেমেছে, ফোনের স্ক্রিনে

একটি ফোঁটা ডার্ক থিম

আঙুল দিলেই খুলছে দেখ 

পক্ষীরাজে সিম সিম....


শব্দ গোছানো সুন্দর, ছুরির মত কাটে

গোছানো শব্দ সুন্দর, কাটে ছুরির মত

রক্ত গোলাপ লাল, লাল গোলাপ রক্ত 

বিষ্ঠাতে পেয়ে সার, পাপড়ি ফোটে কত!


No comments: