Tuesday, 18 August 2020

জন্মাষ্টমী

কৃষ্ণকলি কৃষ্ণ /- সাথে কেমন সই

দোদুল দোলায় দুলছে ঝুলন/ শ্মশানযাত্রা খই

নদী বিষায় নাগ কালীয়/ ফণার 'পরে নৃত্য

সূত্র কামে মঙ্গল সুধা/ মাধব মালঞ্চ ভৃত্য 


বাঁশির নলে বারুদ জমে/ক্ষাত্রধর্ম কামান

চিত্র বড় বিচিত্র বীর/ রঙ্গিলা আসমান

ব্রহ্মতেজে ক্ষমার আসর/ ফল সুরা নির্যাসে

আস্ফালনে পূর্বরাগ/ সর্বনাশ পোষ-মাসে


বরণ চরণ নড়ন চড়ণ/ভস্ম নিরবাণ

ত্রিনয়ণী বড় ধ্রূপদী তানে/ ত্যাজিলেন কুর্বাণ

আড়াই প্যাঁচে প্যাঁচার গলা/ স্কিতযোফ্রেনিক ব্লেড

জলখাবারে সালামি সেলাম/ স্রাব ঋতু কোড রেড


ময়ূর যখন পেখম মেলে/ পালক সহস্র যোণি

অভিশাপে দেবেন্দ্র হাসেন / বলয় যে পান শনি

মুকুট ছিল শূন্য খানিক/ ভার্মিলিয়ন সিঁথি

দেবাদিবেদ ফিরত গেলেন/ চিয়ার্স চরৈবেতি


No comments: