ঠাকুর তুমি বড্ড ভাল!
হলেই না হয় সাদা-কালো!
কেমন তোমার কতই সাজ,
খড়-মাটিতে নানান কাজ!
ঠাকুর তুমি বড্ড ভাল--
এই বা আঁধার, এই বা আলো!
তোমার মুঠোয় চলছে জগৎ
মন্ত্র-তন্ত্র-উপোস-মানত।
হৃদমাঝারে স্বপ্ন বুনে
কেড়েই নাও যে সঙ্গোপনে।
তবুও ঠাকুর তোমার চরণ
আমার বাঁচা কিংবা মরণ।
ঠাকুর তোমার বড্ড জেদ!
ঠিক-ভুলেরও নেই কো ভেদ!
রঙ মেখেছ তূলির টানে,
হাসির মানে কে-ই বা জানে!
ঠাকুর তুমি বড্ড কঠিন
কষ্ট বড় রাত্রি-দিন।
সবজান্তা হয়েও কেমন
অটল-অনড় চাল ও চলন!
ঠাকুর তুমি আমার নাকি-
সারাজীবন শুধুই ফাঁকি!
আঁকড়ে বুকে বন্দি রাখি
পুজোর কাজ রইল বাকি।
হলেই না হয় সাদা-কালো!
কেমন তোমার কতই সাজ,
খড়-মাটিতে নানান কাজ!
ঠাকুর তুমি বড্ড ভাল--
এই বা আঁধার, এই বা আলো!
তোমার মুঠোয় চলছে জগৎ
মন্ত্র-তন্ত্র-উপোস-মানত।
হৃদমাঝারে স্বপ্ন বুনে
কেড়েই নাও যে সঙ্গোপনে।
তবুও ঠাকুর তোমার চরণ
আমার বাঁচা কিংবা মরণ।
ঠাকুর তোমার বড্ড জেদ!
ঠিক-ভুলেরও নেই কো ভেদ!
রঙ মেখেছ তূলির টানে,
হাসির মানে কে-ই বা জানে!
ঠাকুর তুমি বড্ড কঠিন
কষ্ট বড় রাত্রি-দিন।
সবজান্তা হয়েও কেমন
অটল-অনড় চাল ও চলন!
ঠাকুর তুমি আমার নাকি-
সারাজীবন শুধুই ফাঁকি!
আঁকড়ে বুকে বন্দি রাখি
পুজোর কাজ রইল বাকি।
No comments:
Post a Comment