Tuesday, 21 October 2014

খোলসা করে...



গায়ের মধ্যে সাপের খোলস
ব্যাঙের মতও বলতে পারো
ইতস্ততঃ শ্বেতীর দাগে
পাগলামী পোয়া বারো

কথার খেলাপ মাথার খেলাপ
খেলাপ কখন কাঁধের তিল
হৃদমাঝারে খেলাপ যেদিন,
আসমানেতে শকুন-চিল

পিঠের ওপর নির্জন শব
সাঁতরে পার গভীর ঝিল
বাঁ চোখেতে রক্তজবা,
দৃষ্টি হারায় অন্তঃমিল

ছায়ায় মায়ায় মায়ায় ছায়ায়
লুকোচুরির অস্ত্র শানায়
কিলবিলে সব সাপের ফণা
ছোবোল বুকের কোনায় কোনায়

দুলছে শহর দুলছে মন
দুলছে গোলাপ কাঁটা হয়ে
রক্তক্ষরণ ভোরের দিকে
সূর্যালোকে যাবেই সয়ে

নৈঃশব্দ শোলার মত
হালকা হলেও বড্ড ভারী
জ্বলে যখন ছাই হয়ে যায়
শবদেহটুকূ বইতে পারি

No comments: