নিভৃত-যতনে অকালমৃত্যু ধাইয়া আসিছে ফিরে
সৃষ্টি তোমার ধ্বংস আজিকে নিশ্ছিদ্র বাহিরে
অন্তর তারে বিদায়ের তরে গুমরি উঠিয়া কাঁদে
মৃচ্ছকটিক নয়নে অশ্রু বিষাদসিক্ত সাধে
স্বপন আমার ভঙ্গুর হয়ে কৃত্তিক-আবরনে
আজি অনাবৃত বেদনা তোমার বাহুডোর বন্ধনে
আর্তনিনাদ শব্দবিহীন অসীম দিগন্তে ফিরি
বারে বারে মোরে খণ্ডিত করে, "আমার হত্যাকারী!!!"
উথলি উঠিছে গরল-সিন্ধু অমৃতসুধা পানে
বিশল্যকরনী কৃপাপ্রার্থী প্রতি নিশীথ জাগরণে
কৃত্রিমরূপে অনাবিল শোকে কুমুদ দন্তরুচি
শ্মশ্রূবর্গ বৃথা বর্ধিত, শোভিছে চিত্তশুচি।
পলকের মায়া কৃতান্ত যোগী গোলাপ বর্ণ ধরি
তরবারি সম শানিত হইয়া খন্ডন আমারি
অপার মেরুতে অকাল-বিদ্ধ গৈরিক চেতনাতে
দণ্ড তোমারে দিব পরলোকে মাতৃজঠর হতে...
সৃষ্টি তোমার ধ্বংস আজিকে নিশ্ছিদ্র বাহিরে
অন্তর তারে বিদায়ের তরে গুমরি উঠিয়া কাঁদে
মৃচ্ছকটিক নয়নে অশ্রু বিষাদসিক্ত সাধে
স্বপন আমার ভঙ্গুর হয়ে কৃত্তিক-আবরনে
আজি অনাবৃত বেদনা তোমার বাহুডোর বন্ধনে
আর্তনিনাদ শব্দবিহীন অসীম দিগন্তে ফিরি
বারে বারে মোরে খণ্ডিত করে, "আমার হত্যাকারী!!!"
উথলি উঠিছে গরল-সিন্ধু অমৃতসুধা পানে
বিশল্যকরনী কৃপাপ্রার্থী প্রতি নিশীথ জাগরণে
কৃত্রিমরূপে অনাবিল শোকে কুমুদ দন্তরুচি
শ্মশ্রূবর্গ বৃথা বর্ধিত, শোভিছে চিত্তশুচি।
পলকের মায়া কৃতান্ত যোগী গোলাপ বর্ণ ধরি
তরবারি সম শানিত হইয়া খন্ডন আমারি
অপার মেরুতে অকাল-বিদ্ধ গৈরিক চেতনাতে
দণ্ড তোমারে দিব পরলোকে মাতৃজঠর হতে...
No comments:
Post a Comment