Wednesday, 11 September 2013

আমি ও গোলাপ


স্থির
হরধনুর ছিলায় পড়ে টান
নীড়
ভঙ্গুর হয়ে ভাসে প্রেমের সোপান
রাত
বুকে প্যাঁচা হয়ে অধীর বাসনার
সাত
সমুদ্র নদী তেরো পারাপার
কথা
কত অশ্রু-ভেজা নিঃশব্দ বাসর
ব্যথা
শত হাজার কোটি নিযুত পাথর
লতা
গুল্ম-সাথে মিতালী পাতায়
বিধাতা
ক্লিষ্ট হেসে বিরহের গান গায়
তুমি
গোলাপ-সম পেলব বিভাস
আমি
তোমার মুকুটে খ্রীষ্টের ইতিহাস

No comments: