Saturday, 21 September 2013

সিংহবাহিনী


চোখের পাতায় স্ক্রাবার মেজে ঘষে
কাবার হলো তুলোর মত দিন
জিন্স-টিশার্টে রোদ্দুর ক্যামেরাতে
পাকড়াও চলে ম্যানুয়াল ক্লিকিং

কোলে-কাঁখে আজ ভরে আছে ল্যাপটপ
আমিও আলোর ছায়াপথ মেখে ছবি
ক্যানভাস ছেড়ে আদাড়ে-বাদাড়ে ঘুরে
একা হয়ে ওঠা প্রস্তর এক কবি

সে কোন ভোরেতে কেটেছিল শৈশব
নিজেকে চেনাও তোরই আয়নাতে
ব্যান্ডেজ বাঁধা ক্ষতের গভীরে স্মৃতি
চাঁদের কপালে টিপ তোরই বায়নাতে

আজও আছে পড়ে আমার জংলীয়ানায়
পশুর চোখেতে তোর ছবি নিষ্পাপ
আগুনে গলানো সোনার মুরতি তুই
তোর কঠিনেতে নেই মোর কোনো ছাপ

আমার নরমে তোর কঠিন মন
জানিস আজ আর নেই তার কোনো খোঁজ
তবুও কোথাও আমার সৃষ্টি খোঁজে
ফ্রেমে বাঁধানো সে অনুভূতিটুকু রোজ

শাইলক বসে শানছে বুকেতে ধার
চকচকে চোখ নেমেছে বুকেতে আজ
মুকুটে পালক পরা যে তোকে চেয়ে
তুই হবি দেবী, আমি তোর পশুরাজ

No comments: