Saturday, 18 May 2024

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ visionary রা চিরকালই বামপন্থী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। উদাহরণ খুঁজলে ভুরি ভুরি বেরোবে... সে রবীন্দ্রনাথ-ই বলুন বা শেক্সপীয়র। এমনকি যে সব উন্নত দেশে রাজতন্ত্র বহাল, তাঁরাও বেস্ট পাব্লিক সার্ভিস দেওয়ার জন্য বামপন্থী মডেল-ই ফলো করেন।

বর্তমান ভারতে কেন্দ্রে বা রাজ্যে, বিশেষত পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, তাতে আর এক বামের কথা ধার করি:

"দেখ ভাল যে সে রইল ভাঙা ঘরে? মন্দ যে সে সিংহাসনে চড়ে"...
জ্য়োতি বোসু স্যারের মানসকন্যা যে মমতা বন্দ্যোপাধ্যায় -- এ নিয়ে কোনো দ্বিমত নেই। দ্বিমত নেই এ নিয়েও যে জ্যোতিবাবু নিজেই চান নি, যে ওনার পরে পশ্চিমবঙ্গে অন্য কোনো বাম নেতা সফল ভাবে রাজত্ব করুক। আবার এখনকার আম জনতার একটা বড় অংশ খুব ভাল করেই জানে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেই তাঁর পরের প্রজন্ম, অভিষেক বন্দ্যোপাধ্যায় 'রাজনৈতিক চাল' বলে মানুষকে বুঝিয়ে আসলে স্বার্থ চরিতার্থ করতে বিজেপি-র সঙ্গে হাত মেলাতে সামান্য সঙ্কোচ-ও করবেন না। কেউ অবাক হবেন না, যদি উনি বিজেপি-তে যোগদান ও করে নেন, তখন।

পরমানু শক্তির ব্যবহারের অগ্রসরে ও প্রসারের মুলে থাকা আব্দুল কালাম স্যর, আর তাতে সই করার মত দম, অটল বিহারী বাজপেয়ির মত বিজেপি, ইন্দিরা গান্ধীর মত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজীব গান্ধীর মত ভারতকে টেলিকমে এগিয়ে নিয়ে যাবার মত মত মানুষ, ড: প্রণব মুখার্জীর মত কূটনৈতিক বর্তমান ভারতে দুষ্প্রাপ্য, যাঁরা পদে থাকালীন সরকার ও দলের পার্থক্য বুঝতেন, কারণ তাঁদের সেই শিক্ষা ও প্রতিভার ব্যাপ্তি ছিল।
পশ্চিমবঙ্গে আসলে কিন্তু বিজেপি নেই। স্ট্যন্ডিং সরকার বিরোধী তৈরী করে পাবলিক নাচাচ্ছে। আসলে সবাই নিজের অস্তিত্ব সংকটে দলীয় পতাকা নিয়ে ঘোরে বটে, তাতে চাকরী না জুটুক, মন ভরানো মিথ্যে আশ্বাস তো জুটবে। আর, যে বামপন্থীরা দল বদলে রাতারাতি বেটার বামপন্থী হয়েছিলেন, তাঁরা সবাই নতুন যুগের স্বপ্ন দেখেছিলেন। দোষ তাঁদের নয়। দোষ অবশ্যই তাঁদের, যাঁরা মানুষকে ভরসা দিয়ে 'বেটার বামপন্থা'- র নামে তার থেকে অনেক দূরে সরে গিয়েছেন। এ প্রথমত: ছলনা ও দ্বিতীয়ত: প্রতারণার নামান্তর।

চাকরীর সংস্থান নেই। দোকানদার, ব্যবসায়ী, রিক্সা-টোটওয়ালা -- কোনো একজন সাধারণ মানুষ --কেউ খুশি নন, আলাদা করে। কিন্তু তাগিদে ক্ষমতানসীনদের ঝান্ডা বয়ে বেড়ান। বেড়াতে বাধ্য হন। সংসার আছে, সন্তান আছে, চাকরী আছে। কি করবেন! সাধারণ মানুষ তো!!! ক্ষমতা বলতে একখান ভোট মাত্র, যেটা পড়ে গেলেই, কেল্লা ফতে। তারপর সবাই জানে কি হবে -- কিছুই হবে না। শেষ কয়েকমাস 'মানুষের জন্য কাজ করতে আসা' নেতা-নেত্রীরা খোলস ছেড়ে বেরিয়ে আসবেন। সাধারণ মানুষকে বুঝিয়ে দেবেন, "চেয়ারে থাকলে কি কি করা যায়!"
তাই সাধারণের কপালে, হাতে থাকবে সেই 'পেনসিল' -- তুমুল ফ্রাস্ট্রেশন!





No comments: