Sunday, 23 January 2022

আয়না যদি কথা বলে…

 


 

বয়েস তখন অল্প ছিল

মনের মধ্যে আগুন

তাই তো তখন অবুঝ আমি

বসন্তে রাঙা ফাগুন

 

তোমার কথায় ওঠা-বসা

নীরব অভিমান

এক টানেতে ছিঁড়েছিলাম

আকাশবানীর টান

 

তোমার ওপর ভরসা করে

ভেবেছিলাম আসবে ফিরে

টেনেই নেবে কাছে আবার

আবার পাব প্রাণ

 

একরোখা আমি জানতে না কি,

জানতে না কি বোকা!

তবুও বলে সরেই গেলে

শব্দ বাছা-চোখা!

 

কবচ আমায় রক্ষা করে

মনের মাঝে বাঁধা

চোখের সুতোয় জড়িয়ে মানত

শেষ করেছি কাঁদা

 

চশমা আমার বাঁধনবিহীন

তোমার ফ্রেমে দৃশ্যবিহীন

ঘুম ডোবে না সান-গ্লাসে

শীতের লেপে ধাঁধা

 

গলার খাবার নামে পেটে

নামে নি সেই তিল

মাঝখানে সে আটকে আছে

নো অল্টারনেটিভ স্টিল…

 







No comments: