অযুত-লক্ষ-নিযুত-কোটি আয়না
রামধনু হয়ে নেমেছিল সে রাতে
না কি শিলাবৃষ্টির বিষাক্ত এক ছোবলে
চোখের উইন্ডস্ক্রীনে শিকড়ের মত ফাটল
ওদের ছিল না ভাত, শুধু টুকরো কাঁচা মাংস ছিল পাতে
অন্ধকারে উজ্জ্বল উদ্ভাসিত আকাশ
সরলরেখার মার্জিনে অতিবৃত্ত সে চন্দ্রিমা
না কি কবিসেঁকা ঝলসানো দ্রোহ রুটি
পকেটে শুধু মৃত্যু-মিছিল আধুলি
ভালবাসা কিনতে কে আর না চায়, প্রতিহিংসা যখন ক্ষমা
আকাশ গঙ্গা কত পাপ বয়
অতলান্তিক মাপের চেয়েও বেশি
না কি মৈনাক স্থবীর অনুড়ুক্কু পাণ্ডুলিপি
ভারের মেটাফিসিক্সে দোলকে ক্যালকুলাসে
গরীবের ক্ষিদের তল খুঁজে না পেয়ে শেষে ধর্ষণে রেষারেষি
বলির পাঁঠার জারণ কাঁচা মশলায়
আমিষ হচ্ছে ভোগের পিণ্ড ভাগ
না কি গাছ পাঁঠা ভেবে অক্সিজেনের উপোষ
পাঁজির ক্ষণের বেড়ার অপারে খড়্গ হস্তে ধর্ম মিথুন
তিলে তিলে গঙ্গাজলের যোনিতে অনামিকা তোলে কুশের দাগ
***’মনকথা’-কে ধন্যবাদ…
No comments:
Post a Comment