Friday, 15 January 2021

গুপ্তধন

 

মাটি খুঁড়ে দেখি, একি

এক হাঁড়ি ধন রাখা ছিল গুপ্ত

তার বদলে ফণি বাবাজি সু-সুপ্ত

সোনা-দানা-মণি মেকি


সোজা করে শিরদাঁড়া

বাগালাম হাতে লাঠি বীরের মত

মাছি ভনভন চারিদিকে খালি যত

ভীষণ গন্ধ খাপছাড়া


বিন্দু আছে যে চন্দ্রে

নাকে ক্লিপ ভাই, লাগে না নস্যি

নুঙ্গিতে লুঙ্গি বড়ই পারদর্শী

লঙ্কা শুকোয় মন্দ্রে


পিতলের হাঁড়ি ভারী

তুলতেই কালের ভাঙল কাঁচা ঘুম

ফনার মণিতে বিষ, কি নিঝুম

ওঝার ভাত মারি


ভাতের পচাই গেঁজছে রোদে

রিসকাওলা ঊবের ধরে স্মাটফোনে

পাতা আছে নাকি,  চাপা দেব ফের ধনে

শিকাগো সভায় টিফিনেতে লুচি-বোঁদে

#abstractbengalipoems

#aryachatterjee


No comments: