তোমার চোখের আগুন তারায়
ছিলিম ধরিয়ে নিই
একান্ন পিঠে প্রেমের সাক্ষী
লিঙ্গ, স্তন ও যোনি।
এক টানেতে পা পিছলে
দু'টানে মরফিন
তিন টানেতে সেই তো তুমি
চার টানে কেরোসিন
তপ্ত তামায় স্বপ্ন পোড়ে
দেদার অন্তঃমিল
আদুল নেশায় মত্ত হয়ে
তন্দুর হল দিল
ত্রিশূল-চাঁদ-আর ক্রুশের নামে
ধর্ম বিলোয় লাড্ডু
আর আমার রাধার প্রেমেটেমে ভেসে
হলাম আস্ত গান্ডু!
ক্যারামেল ঘ্যাঁসা বুকের মাঝে
উদগ্র কামনা
গোবর জলে নিকিয়ে উঠোন
পবিত্র হল সোনা...
No comments:
Post a Comment