একা থাকার সুযোগ কি কেউ ছাড়ে
এই ভাবেই তো দূরত্ব টুকু বাড়ে
দেখ না, শালের গুঁড়িতে পেতে ভিত
রাত জাগে ভূমিকম্প অকিঞ্চিত
এই ভাবেই তো দূরত্ব টুকু বাড়ে
দেখ না, শালের গুঁড়িতে পেতে ভিত
রাত জাগে ভূমিকম্প অকিঞ্চিত
একের পর এক সবই আমার ভুলে
আর পারি না মিশতে তোমার চুলে
যতই ভাল বেসে থাকি না কেন
মাফ করে দিও, রাগ রেখ না যেন
আর পারি না মিশতে তোমার চুলে
যতই ভাল বেসে থাকি না কেন
মাফ করে দিও, রাগ রেখ না যেন
এর পরেতে কি বা পড়ে আছে
রেখেছি কাঁটা ছাল তেল সেই মাছে
শাক দিয়ে আর না-ই ঢাকলাম মাছ
আমার বড্ড বাড়াবাড়ি আর বাছ
রেখেছি কাঁটা ছাল তেল সেই মাছে
শাক দিয়ে আর না-ই ঢাকলাম মাছ
আমার বড্ড বাড়াবাড়ি আর বাছ
তাই বলে কি মিথ্যে বলবে সব
নাই বা রইল কথা আর কলরব
চেয়েছিলে বড় শান্তি অপার তুমি
তাই আজ পড়ে ইচ্ছামৃত্যুর সুনামী...
নাই বা রইল কথা আর কলরব
চেয়েছিলে বড় শান্তি অপার তুমি
তাই আজ পড়ে ইচ্ছামৃত্যুর সুনামী...
No comments:
Post a Comment