Sunday, 17 February 2019

বুদবুদ

অনেক কিছু হাতের মুঠোয়,
তবুও কেমন পিচ্ছিল!
একা থাকার নীল নদেতে
উড়ছে সাদা গাংচিল।

অনেক কিছু বুঝেও শুধু
সাবান-বুজগুড়ি,
ক্ষিদের পেটে, কর্পোরেটে
জল-বাতাসা-মুড়ি।

অনেক কিছু পেরিয়ে তবে
অপার হয়ে বসা
একটু টানা, অনেক পোড়েন
একটা তারা খসা।

অনেক কিছুর পরেও জীবন
মুক্ত হতে চায় --
ঝিনুক যেমন মুক্তো সেজে
মৃত্যুর গান গায়।

অনেক কিছুর আগাম আছে,
অনেক কিছুর সুদ;
চিতার হোমে শুদ্ধ হলে
সবটুকু বুদবুদ।

No comments: