Tuesday, 24 April 2018

সংগ্রাম



সূর্য-কপালে তিলক এঁকে
ত্রিশূলে বুনছ ফাঁদ ।
মনে থাকে যেন, সূর্য ডুবলে
উঠবেই বাঁকা চাঁদ !

নারীর যূপেতে পেরেক ঠুকে
ধর্মের নামে মারছ কাকে!
ভয় পেয়েছ? তাই না বটে!
গণতন্ত্রে কি না রটে!

চা-দোকানীর মস্করাতে
বিঁধল ক্ষতয় বুলেট
যাদের জন্য বোমা-বারুদ
বিলেত না হয় শিলেট

তাই বলে কি...! – ভাবতে বোসো,
জানলা রইল খোলা
ক্ষুদিরামের ফাঁসির দড়িতে
স্বাধীনতা চ্যাংদোলা ।

কি বলতে কি লিখব
দেয়ালেতে যাবে র’টে
মাঝরাত্তিরে বাজিয়ে সানাই
জেলখানা যদি জোটে!

মুগুর ভাঁজা অন্তরেতে
তলোয়ার টেনে শান,
হাটে-বাজারেতে, নাকেতে গলাতে
ইচ্ছামৃত্যু ঘ্রাণ।



ভয় নেই

ভয় নেই, ভয় নেই
এই তো আমি, আছি তোমার একপাশে
সেদিন থেকে যেদিন হলুদ মিশল নীল আকাশে
তারপর কত
ক্ষত বিক্ষত
বিচ্ছেদ অক্ষত
শাইলক তুমি দাঁড়িয়েছ ঠিক, কাটছ ছুরির মত
ভয় নেই, ভয় নেই
শুধু বরফকুুুুচিতে ঝরবে খানিক রক্ত
কালীমূর্তির শেয়াল লোলুপ জিহবায় আসক্ত
তারপর যত
খ্যাত কুখ্যাত
অপরাধের হাতবাক্স
ওথেলো মুরতি মারছ আমায়, মৃত্যু করেছ মকসো
ভয় নেই ভয় নেই
জানি শুরু-শেষ তোমার বুকের বাঁদিকে সরাইখানায়
নুন-লংকায় নধর ক'রে প্রেম তোমাকেই মানায়
তারপর যত
ব্যথিত কথিত
আত্মার পোড়ো-বাড়ি
ছয়ফুট বাই দেড়ফুট জুড়ে, থাকব না যাও, আড়ি।

Monday, 23 April 2018

দাবানল


রবিবারের দ্বিপ্রহরে
মাংসতে আর ভাতে
হাড় চিবিয়ে ভাঙ্গল পাঁজর
অজুহাতের দাঁতে

দন্ত কেমন বিকশিত
বিজ্ঞাপনে মাজা
লিপ-লাইনার লিপিস্টিকে
রং-বেরং-এর সাজা

হাতের মধ্যে হাড় আঁকড়ে
বাঁচতে গিয়ে দেখি
হৃদপিণ্ড কামড়ে ধরে
ঝাড়ছি সলিলকি

একনাগাড়ে শব্দ-নদী
পলির ডাঙ্গায় পাতা
শেকড় উপড়ে দাবানলে
ফাটছে ঘিলু-মাথা


Monday, 16 April 2018

খাবার


বাসি রুটির টুকরো  কিছু
মেঝেতে পড়ে থাকা-
খুঁজে খেতে সূর্যাস্ত,
ভার্জিন মোহিতো-তে ট্যানজারিন কেউ,
কারো ককটেল-এ লঙ্কা বা লেবু,
দ্বিধা-বিভক্ত পৃথিবীতে
তন্দুরী ঝলসানো
দাঁতে লেগে থাকা আঁশ
মুখ থেকে বুকে--
মৃত মোরগের হাততালি ছড়াচ্ছে
শিরায়-ধমনীতে।
ভাঙ্গার উৎসব উদযাপন,
একা, আরো একা হওয়ার উল্লাস,
স্বাধীনতার গানের তালে,
বা, যেমন করে কারবালা হয়েছিল!
রুটির টুকরো-তো আর নেই পড়ে –
আবার ইঁদুর হতে হবে...



Thursday, 12 April 2018

Where Is the 'Me'?

One for the lover
Two for the dame
Three for the money
Four for the blame
Five for the old
Six for the new
Seven for the time
Eight for the due
Nine for the life
And ten for the strife...