সূর্য-কপালে তিলক এঁকে
ত্রিশূলে বুনছ ফাঁদ ।
মনে থাকে যেন, সূর্য ডুবলে
উঠবেই বাঁকা চাঁদ !
নারীর যূপেতে পেরেক ঠুকে
ধর্মের নামে মারছ কাকে!
ভয় পেয়েছ? তাই না বটে!
গণতন্ত্রে কি না রটে!
চা-দোকানীর মস্করাতে
বিঁধল ক্ষতয় বুলেট
যাদের জন্য বোমা-বারুদ
বিলেত না হয় শিলেট
তাই বলে কি...! – ভাবতে বোসো,
জানলা রইল খোলা
ক্ষুদিরামের ফাঁসির দড়িতে
স্বাধীনতা চ্যাংদোলা ।
কি বলতে কি লিখব
দেয়ালেতে যাবে র’টে
মাঝরাত্তিরে বাজিয়ে সানাই
জেলখানা যদি জোটে!
মুগুর ভাঁজা অন্তরেতে
তলোয়ার টেনে শান,
হাটে-বাজারেতে, নাকেতে গলাতে
ইচ্ছামৃত্যু ঘ্রাণ।