পুরুষ, তুমি বড্ড
ভাল --
সোনার মত, অনেক আলো।
পুরুষ, তুমি অন্য
রকম
তোমার সাথেই বক-বকম।
পুরুষ, তুমি নিদেন
পক্ষে
নিয়েছ নারীকে তোমার
বক্ষে ।
এই যে দেখ সমান সমান
পূর্ণতা তার দিচ্ছে
প্রমাণ।
পুরুষ, তুমি এমনতর!
যা ইচ্ছে তুমি করতে
পার!
পুরুষ, তোমার বড্ড
বাড়,
বিশ্বাসে তুমি দিচ্ছ
ছাড়।
পুরুষ, তুমি চাইছ-টা
কি,
কেন এমন দিচ্ছ ফাঁকি!
এই যে কেমন খুঁজছ
যুক্তি,
গল্প-শেষে চাইছ মুক্তি।
পুরুষ তোমার বড্ড
জেদ
বহুগামীতায় নেইকো ক্লেদ।
পুরুষ তুমি চরিত্রহীন
ভান করেছ রাত্রি-দিন
পুরুষ তোমায় বোঝার
শেষ
ভুলব বুকের গন্ধ-রেশ
এই যে কেমন আবার
সমান
নারীও পারে - হল প্রমাণ।
No comments:
Post a Comment