Sunday, 29 March 2015

অকাল-মৃত্যু

নিভৃত-যতনে অকালমৃত্যু ধাইয়া আসিছে ফিরে
সৃষ্টি তোমার ধ্বংস আজিকে নিশ্ছিদ্র বাহিরে
অন্তর তারে বিদায়ের তরে গুমরি উঠিয়া কাঁদে
মৃচ্ছকটিক নয়নে অশ্রু বিষাদসিক্ত সাধে

স্বপন আমার ভঙ্গুর হয়ে কৃত্তিক-আবরনে
আজি অনাবৃত বেদনা তোমার বাহুডোর বন্ধনে
আর্তনিনাদ শব্দবিহীন অসীম দিগন্তে ফিরি
বারে বারে মোরে খণ্ডিত করে, "আমার হত্যাকারী!!!"

উথলি উঠিছে গরল-সিন্ধু অমৃতসুধা পানে
বিশল্যকরনী কৃপাপ্রার্থী প্রতি নিশীথ জাগরণে
কৃত্রিমরূপে অনাবিল শোকে কুমুদ দন্তরুচি
শ্মশ্রূবর্গ বৃথা বর্ধিত, শোভিছে চিত্তশুচি।

পলকের মায়া কৃতান্ত যোগী গোলাপ বর্ণ ধরি
তরবারি সম শানিত হইয়া খন্ডন আমারি
অপার মেরুতে অকাল-বিদ্ধ গৈরিক চেতনাতে
দণ্ড তোমারে দিব পরলোকে মাতৃজঠর হতে...

Time & Me

By the clock
It struck a shock
Half past four
An hour so sour

In the light
Put up the fight
To go back home
With legs to roam

Darkness falls
Limbs start crawl
For some breath
Exhaust all strength

Night creeps in
With starving chin
Hours past
For a morning blast....


রোদ্দুর

এক চিলতে রোদ্দুর  এসে পড়ে রোজ রোজ
জানলার গরাদের ছায়াপথ বেয়ে
শ্বাসরূদ্ধ হয়ে পড়ে থাকি আমি
তোমার নিঠুর বাস্তবে মিশিয়ে

শালিখের গোঁফের খোঁচায়
নিঃশব্দ অজানা শুভ-অশুভের খোঁজ
বুকের দক্ষিণ-খোলা জানালায়
এক চিলতে রোদ্দুর এসে পড়ে রোজ রোজ

পরিস্রুত হতে হতে ক্লান্ত রুধির ধায়,
শুষে তৃপ্ত কীট, চলে মহাভোজ
কথার কথা, আশাবরীর ব্যথায়
এক চিলতে রোদ্দুর এসে পড়ে রোজ রোজ

চোখের নিচে রাতজাগা কালো দাগ
পাওয়া-না-পাওয়ায় চোখে অশ্রু ঝরে
তোমার আমার মহামিলনের পরে
রোজ এক চিলতে রোদ্দুর যেন এসে পড়ে!

ঠাকুরের গান

ঠাকুর তুমি বড্ড ভাল!
হলেই না হয় সাদা-কালো!
কেমন তোমার কতই সাজ,
খড়-মাটিতে নানান কাজ!

ঠাকুর তুমি বড্ড ভাল--
এই বা আঁধার, এই বা আলো!
তোমার মুঠোয় চলছে জগৎ
মন্ত্র-তন্ত্র-উপোস-মানত।

হৃদমাঝারে স্বপ্ন বুনে
কেড়েই নাও যে সঙ্গোপনে।
তবুও ঠাকুর তোমার চরণ
আমার বাঁচা কিংবা মরণ।

ঠাকুর তোমার বড্ড জেদ!
ঠিক-ভুলেরও নেই কো ভেদ!
রঙ মেখেছ তূলির টানে,
হাসির মানে কে-ই বা জানে!

ঠাকুর তুমি বড্ড কঠিন
কষ্ট বড় রাত্রি-দিন।
সবজান্তা হয়েও কেমন
অটল-অনড় চাল ও চলন!

ঠাকুর তুমি আমার নাকি-
সারাজীবন শুধুই ফাঁকি!
আঁকড়ে বুকে বন্দি রাখি
পুজোর কাজ রইল বাকি।