আজ সন্ধ্যে নামার আগে গোলাপী রঙে কেমন চারিদিক ছেয়ে গেল!
কনে দেখা আলো তো প্রায়-ই দেখি, কিন্তু গোলাপী? আমার চোখেও সেই কোন দুপুর থেকে ওই গোলাপী
রঙ-ই লেগে আছে। অনেকটা ভয়ে, খানিকটা ভালোবাসায়। বারে বারে চোখ ধুয়েও মুছতে পারিনি সে
রঙ। শেষে ভাবলাম, এ কি কাজল নাকি, যে ইচ্ছে হল, পরলাম, আবার ইচ্ছে হল, তুলেও দিলাম!
তারপর থেকে সেই ছুঁয়েই আছি।
কি-ই বা আর পরব, জামা-প্যান্ট, জুতো ইত্যাদির তো কোনো অভাব
নেই। বাড়ন্ত শুধু চাল আর ছুঁয়ে থাকা…ভরসা-কে।
প্রশ্ন উঠবে, ভরসা আবার কে রে! হুঁ হুঁ বাবা, জান তো না!
ত্রিবেনী সঙ্গমে তিন নদীর মিলন ক্ষেত্রে গঙ্গা-যমুনা প্রকট। সরস্বতী, অন্তঃসলীলা…বিনুনী-র
তিনটে ভাগের যেমন দুটো দেখা যায়, আর একটা না দেখা গেলেও, আসল বাঁধন সেখানেই, ঠিক সে
রকম। মায়া, সেখানেই। কাটিয়ে উঠতে পারলেই, মহাপুরষ, অমর, অজেয়। কোনো পাপ-পূন্য আর ছোঁবে
না।
No comments:
Post a Comment