কালপেঁচা নাকি দুর্ভাগ্য বয়ে আনে!
আমার সত্ত্বার সংকটে সে-ই কিন্তু
রোজ একটা একটা করে খড়কুটো দিয়ে
আমার নিশ্চিন্ত পরম আশ্রয় দিয়েছে গড়ে।
খোঁজও নিইনি কোনোদিন,
তার গা থেকে ক’টা পালক খসল,
বা রাতজাগা চোখে নিজের একাকীত্ব
তাকেই শিকার করল কিনা।
তবু আমি নাকি ‘নিরাশাবাদী’।
এই তো কেমন ভেঙ্গে দিই সব নতুন ক’রে গড়ার আশায়-
তার পালকের নরম ওমে আমার বুভুক্ষার নিবৃত্তি হয়।
আবার আমি সমাহিত হই সাদা লক্ষীপেঁচা হয়ে।
তবু কেন বলে?
No comments:
Post a Comment