Thursday, 12 July 2012

আবরণ


নিরন্তর শূন্যতায় শুধু তাকিয়ে বসে থাকা।

শুঁয়োপোকা দর্পে হেঁটে যায় পাঁজরের ওপর দিয়ে,

খুঁজে নেয় পচা-গলা শরীরে প্রবেশের পথ –

প্রজাপতি হবে কবে রঙ্গীন ডানা মেলে –

কত্ত দিনের স্বপ্ন।

চারিদিক নিমোক ঢেকে যায়।

No comments: