Thursday, 12 July 2012

শেষকৃত্য


সন্ধ্যাবেলায় জানালায় বসে দিগন্তরেখার ভ্রম।

মন-কে বললাম, তোর প্রিয় তিনটে শব্দ খোঁজ –

বিষ

সাপ

ছোবল।

শরদিন্দুর রহস্য গল্প

না কি জেমস জয়েসের ‘ইউলিসেস’;

আবার ফ্রয়েডীয় স্বপ্নও হতে পারে।



স্মার্ট ফোনে যখন আঙ্গুলের ডগায় সৃষ্টির ধ্বংসলীলা নিয়ে

খেলাঘর গড়ি, আমার নিশ্চিন্ত অবকাশে,

তখন নিজেকে মনে হয় পাড়ার জিমখানায় হারকিউলেস।



সর্বনাশ পদ্মনাভ হয়ে অনন্ত শয্যায়।



আমি নাকি নাস্তিক!

নিজের বিশ্বাসকে ঈশ্বর মেনে চলা

ধর্মভীরূ কীট।

আমার ধর্ম এখনো জানি না।

শুধু জানি, অন্যেরা জানে –

আমার অকালমৃত্যুতে চিতায় জ্বালাবে আমাকে।

No comments: