প্রথমেই বলে রাখি যে নাটক আমি নিয়মিত দেখি বটে কিন্তু এই নাটকটা শুধুমাত্র দেখে দেখতে গিয়েছিলাম একটাই কারণে যে সেটা কল্লোলের লেখা। কল্লোল আমার বাল্যবন্ধু কাম স্কুলফ্রেন্ড।
সেই কল্লোল লিখেছে নাটক। ভাল তো হবেই জানতাম। কারণ যে ছেলে অনবদ্য
স্ক্রীপ্ট লেখে, তার হাত দিয়ে কি ধরণের নাটক বেরোতে পারে তা সহজেই
অনুমেয়।
কিন্তু শুধু লিখলেই নাটক, নাটক হয় না। লেখাটা একটা স্ক্রীপ্ট মাত্র। আর সেটা নাটক তখন ই হয়ে ওঠে যখন সেটা মঞ্চস্থ হয়। আর কালোল্লের লেখা এই কঠিন নাটককে বাস্তবে মঞ্চস্থ করেছেন যিনি, তাঁর নাম, অনমিত্র খাঁ। আমার থেকে বয়েসে অনেক জুনিয়র। নাটকের বিশ্লেষণে যাওয়ার আগে বলে রাখি যে নাটক শেষে মনে হল, এক ঝাঁক উড়্ন্ত বাজপাখি অনায়াস উল্লাসে বাংলা থিয়েটারের ব্লু-ব্লাডের মানচিত্র-টা বদলে দিতে চাইছে।
স্যালুট!!! কমরেড!!!
এবারে সবথেকে কঠিন প্রশ্ন, ভালটা আগে বলব না খারাপটা। তবে মোটামুটি সব মিলিয়ে যেটা বলা উচিত যে নাটকটা অবশ্যই ভাল। ১০শে ৮ দেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে যেটা মনে হয়েছে, বার বার, সেটা হচ্ছে দু'ঘণ্টা পঞ্চান্ন মিনিটের নাটকটিকে দু'ঘণ্টা বা দু'ঘণ্টা পনেরো মিনিটে নামিয়ে আনাই যেত। উচ্চতার দিক থেকে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের সাথে একেবারেই এক্কেবারেই মেলে না। অকারণে স্ট্রেচড বলে মনে হয়েছে অনেক জায়গাতেই।
উচ্চতার কথা যখন এলো তখন এই কথা বলে রাখি যে নাটকটা শুরুর প্রথম ১৫-২০ মিনিট ছড়ানো ছেটানো। কেমন যেন চেষ্টা করছে গল্পটা নিজেকে গুছিয়ে তুলতে, কিন্তু কিছুতেই সেই tight knit ব্যাপারটা আসছে না। প্রায় ৪০ মিনিটের মাথায় এসে নাটকটা একটা definite shape and direction পেল। তবে যা দর্শককে একদম শুরু থেকেই সিটের সঙ্গে বেঁধে রাখে তা হল অসাধারণ আলো এবং stage management and presentation। এই ক্ষেত্রগুলো এত neat and clean যে জাস্ট চোখ ফেরানো যায় না। গল্পটা আস্তে আস্তে একটা বাঁধুনি পায়। সেই বাঁধণ এমন যে দর্শক সম্পূর্ণরূপে ভুলে যায় যে তারা স্টেজে নাটক দেখছে।
কিন্তু সেকেন্ড হাফে নাটককার কেন হঠাৎ প্রীতিলতা ওয়াদ্দেদারের পিছনে পড়ে গেলেন এবং মাস্টারদার মূল গল্পটা গুরুত্ব হারাতে আরম্ভ করল তা ঠিক মাথায় ঢুকলো না।
এটা বলা ভারী বিপজ্জনক যে "এটা আমার মাথায় ঢুকল না"। অকপটে এই স্বীকারোক্তির বিনিময়ে ভায়োলেন্ট ট্রিটমেন্ট পেয়ে এসেছি। ইস্কুলে স্যারেরা রেগে যেতেন, মারধর করতেন। কলেজ ইউনিভার্সিটিতে স্যারেরা উচ্চ মানের টিটকিরি করতেন। এখন যাঁরা ছবি, নাটক তৈরী করছেন, কবিতা লিখছেন, ছবি আঁকছেন বা অন্য কোনো শিল্পকর্ম করছেন, তাঁদের অনেকের কাজ 'ঠিক বুঝলাম না' বললে ট্রোল্ড হব। বুঝি, অনেক খেটে করেন, তারপর 'ভাল্লাগছেনা' বললে রাগ হয়। ফলে, ক্রিটিসিজম নিতে পারেন না।
আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যখন বলছি যে "মাথায় ঢুকলো না" তখন উল্টে আমাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, ট্রোলড হচ্ছি, যে এই এত সহজ জিনিসটা মাথায় ঢুকলো না কেন? আমার বোধহয় থিয়েটার সিনেমা বা অন্য আর্ট ফর্ম নিয়ে কিছু বলা বা লেখাই উচিত নয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ দর্শকই আমার সাথে সহমত পোষণ করেন। শুধু বলতে পারেন না। আমি বিশ্বাস করি যখন কোন নাটকের কোন অংশ আমার মত একজন সাধারন মানুষের বোধগম্য হয় না, তখন ধরে নিতে হবে যে সাধারণ মানুষের কাছে তা বোধগম্য ছিল না। আমি হঠাৎ করে নিজের গাঁটের কড়ি খরচা করে ভাল কিছু দেখতে এসে তাদের নামে অকারণ কুৎসা রটাতে যাব কেন!
নাটকটি ফার্স্ট হাফে যে উচ্চতায় গিয়ে পৌঁছালো তারপরে কিন্তু সেই ব্যাপারটাই ধরে রাখতে পারল না। ভেঙে পড়তে লাগল ভিতটা। দর্শকদের একটা চরম প্রত্যাশার জায়গায় পৌঁছে দিল প্রথমার্ধে ওই কালীপুজোর সিন। কিন্তু সারা নাটক জুড়ে আর সেরকম হল না। যুদ্ধের দৃশ্য, তেরঙ্গা তোলার দৃশ্য, শেষে সবাই যখন মঞ্চ জুড়ে দাঁড়ালেন, সে সব বড় নিখুঁত, এবং রক্তে স্রোত তোলে। কিন্তু কালীপুজোর মত আর হয় না। অনেকদিন চোখে লেগে থাকবে ওই দৃশ্যটি।
তবে এটা অনস্বীকার্য যে throughout অপূর্ব আলো,
অপূর্ব মঞ্চ সজ্জা, অপূর্ব করিওগ্রাফি!!
শুভঙ্কর দে-র কাছ থেকে পুরো নাটক ধরে আলোর যে ব্যাপ্তি শিখলাম তা বহুদিন
ধরে মনে রাখব। আমাদের স্টেজে এই ধরনের আলোর কাজ কিন্তু বেশ rare।
নাম করতেই হয় দীপাঞ্জন দে আর সৌভিক চক্রবর্তীর অসাধারণ মঞ্চ সজ্জার জন্য।
প্রপসের ব্যবহার নাটকের একটি দৃশ্য চলাকালীন দৃশ্যান্তরে যাওয়ার অনবদ্য প্রস্তুতি
দৃষ্টান্তস্বরূপ।
রাখলাম সম্পূর্ণ কাস্টলিস্ট আর ব্যাকস্টেজে যাঁরা কাজ করেছেন তাঁদের নাম:
MASTERDA: THE EXDETENUES
CAST
Pritilata Waddedar : Adrija Basak
Surya Sen : Tathagata Chaudhuri
J. R. Johnson : Avijit Sarkar
Trevor Morsehead : Swapnadip Adhikary
Ananta Lal Singh : Sanny Barik
Ganesh Ghosh : Spandan Saha
Ambika Chakraborty : Jahar Das
Nirmal Sen : Bhaskar Banik
Ananda Prasad Gupta : Samriddha Srimani
Lokenath Bal : Adhiraj Ghosh Dastidar
Tegra Bal : Spandan Muhuri
Kalpana Dutta : Pritika Das
Subodh Roy : Debrup Dutta Bhowmick
Himangshu Sen : Rudrajyoti Ghosh
Swadesh Roy : Soumyadip Daw
Balaram : Soujatya Dutta
Monorama Devi : Indrani Ghosh Nath
Tukun : Shinjini Debnath
Alexander Barnett : Satrajit Sarkar
Benjamin Ferrera : Souradeep Banerjee
Katherine Ferrera : Dishari Mukherjee
Pulin Ghosh/Simmons : Abinash Roy
Ardhendu Dastidar : Richik Nath
Motilal Kanungo : Aditya Banerjee
Sukhendu Das/Wasim : Samriddha Ganguly
Naresh Rai/Guide : Sounav Dutta
Wilkinson/Old Ganesh Ghosh : Prabir Das
Melissa Wilkinson : Swaragiti Modak
Evelyn Wilkinson : Gitasree Chakraborty
Old Subodh Roy : Asish Kumar Khan
Santi Ghosh : Gitanjali Mondal
Prabhash Bal/Officer with Barnett : Deep Kundu
Tripura Sen/Trilochon : Sayantan Ghosh
Madhusudan Dutta : Riddhiman Biswas
Jatindranath Das : Bishnu Bose
Aagami : Arnab Saha
Sentry : Jeet Mondal, Subhadeep Mazumder
Others : Trisha Chowdhury, Ishita Debnath, Sampa Muhuri
Boy who bears the Union Jack : Ankan Saha
CREDITS
Direction : Anamitra Khan
Dramaturge : Kallol Lahiri
Light Design : Subhankar Dey
Music : Amit Chatterjee
Background Score : Srijeet Raha
Lyrics : Rabindranath Tagore, Kazi Nazrul Islam, Debaloy Bhattacharya & Arnab Choudhury
Costume Design : Anjali Rajbanshi
Make-up : Sheikh Israfil
Stagecraft : Dipanjan Dey & Saumik Chakraborty
Props & Requisition : Pradip Patra & Moni Bhadra Sahu
Choreography : Jahar Das & Anasua Goswami
Music Operator : Bandan Mishra







