(চরিত্রলিপি:
বাবু: সন্দীপ রায়
মাণিকদা: সত্যজিৎ রায়
লিখছেন: সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর ডায়েরী-তে)
৮. ১.৯০
মাণিকদা আমাকে যা বলেছিলেন তা হল দেপাদু মাণিকদাকে অফার দিয়েছিল, মাণিকদা যে বাজেটে ছবি করেন, সেই বাজেটে একটা ছবি করে দিতে এবং এ জন্য মাণিকদা equal partner হবেন। এই বাজেট বাংলা ভাষায় তোলা ছবির জন্যে অস্বাভাবিক ভাবে inflated। অন্যায়টা হচ্ছে আমাকে বিদেশি ছবির ক্ষেত্রে যা fair তা না দিয়ে অনেক কম টাকা দিচ্ছে। আমি 'লা নুই'তে দশ হাজার টাকা per day নিয়েছিলাম। বাংলা ছবিতেই আমার রেট 5000 per day। এরা যা তাতে দাঁড়ায় 7000 per day। আমার টোটাল টাকা স্থির হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। স্থির কিন্তু French Co করেনি। স্থির করেছে বাবু, যে নিজে ২১/২ লাখ ও যার স্ত্রী ১/২ লাখ নিচ্ছে। যাদের কেউ চেনে না, অন্তত আমার চেয়ে বেশি চেনে না। এখন মাণিকদার ছবি আমি পয়সা না দিলেও করব। কিন্তু এত exploitation- এবং তাও মাণিকদা নয়।
মাণিকদা বাবুকে দাঁড় করানোর জন্যে কী না করছেন। গুপী বাঘা 3rd part লিখে দিলেন, তার গানও music করে দিলেন- costume করে দিলেন, Set এর sketch ও বোধহয় করেছেন। অন্তত Active help তো নিশ্চয়ই করেছেন। এর পরে ওর লোকজন মন্ত্রীকে ধরে ২৮ লাখ টাকা পাইয়ে দিয়েছে ছবি করার জন্যে। এসব সুবিধে অন্য কোনও director-ই পায় না, মাণিকদাও পাননি। এতে করে বাবু শুধু খঞ্জই হচ্ছে না, বাবুর চরিত্রে ক্ষুদ্রতার দোষ লাগছে- কোন প্রায়শ্চিত্তে তা কাটবে জানি না।
আমার remuneration নিয়ে আমি দু'-একটা কথা Production-এর লোকদের জানানোর পর থেকে বাবু, বুনি, বউদি
এমনকী মাণিকদারও ব্যবহার বদলে গেছে আমার সম্বন্ধে। কেউই বুঝতে দিচ্ছেন না, মাণিকদা
তো নয়ই। কিন্তু অন্য তিনজনের ব্যবহারে যেন বোঝা যাচ্ছে।
Collected by: Amit
Ranjan Biswas
Published on
07.09.2025 Robbar (Sambad Pratidin)

No comments:
Post a Comment