Sunday, 26 June 2022

On Letter-writing

#letterwriting #postcard #rtipostcard #indianpostalsystem

আমি খুব ছোটবেলা থেকে চিঠি লিখতে বেশ পছন্দ করি। মা যখন খুব অসুস্থ, মনে পড়ে তখন আমার প্রথম চিঠি লেখা ঈশ্বর-কে, দেবাদিদেব মহাদেব কে। পাড়ায় তখন গ্যাসবেলুন আসত। দশ পয়সা করে দাম। একটা কিনে তাতে চিঠি লিখে বেঁধে উড়িয়ে দিয়েছিলাম, “ভগবান, মা কে আর কষ্ট দিও না! ভাল করে দাও!”আমার দৃঢ় বিশ্বাস ছিল, শিব ঠাকুরের কাছে ঠিক পৌঁছাবে আমার কথা।

তার কয়েকবছর পরে মা সুস্থ হয়ে ওঠে। আমিও তত দিনে যতটা বড় হয়ে গিয়েছিলাম, তখন আর সেই বিশ্বাস মনের মধ্যে ছিল না, যে শিবঠাকুরের কাছে চিঠিটা পৌঁছেছিল বলেই মা বেঁচে গেল।

চিঠি লেখা কিন্তু বন্ধ হয়নি ৷ তবে সবাইকে যে চিঠি লিখতাম তা নয় ৷ যাদের লিখতাম তারা সবাই চিঠি পেতে ভালবাসত ৷ চিঠির উত্তর দিত ৷ আমার অত্যন্ত কাছের মানুষ অথচ কোনোদিন চিঠি পান নি , এরকম টা অসম্ভব ৷ তবে সবই অকাজের চিঠি ৷১৯৯৯ সালে শেষ অকাজের চিঠি লিখেছিলাম ৷

তারপর ২০২২ ... জানলাম টেলিগ্রাফ উঠে গেলেও পোষ্ট কার্ড আছে, আছে ইনল্যাণ্ড লেটার (ইংল্যান্ড লেটার বলে সাধারণ মানুষের কাছে পরিচিত) | খামে চিঠি যে আছে তা সবাই জানি। কারণ যাবতীয় কাজের চিঠি খামেতেই আসে ৷ এখনও ৷




ইনল্যান্ড লেটারে আমি চিঠি লিখলে তা আর শেষ হবে না, হাতের লেখার আকারের জন্য ৷ তাই open letter বা খোলা চিঠি বেছে নিলাম ৷ সস্তায় পুষ্টিকর ৷

যতই ফেসবুক - হোয়াটস অ্যাপ- টেলিগ্রাম- টেক্সট ইত্যাদি থাকুক না কেন, চিঠি লেখার আনন্দই আলাদা!

পোস্ট কার্ডের ওপর যখন সরু কালির কলম চলতে থাকে, আর তাতে ভেসে ওঠে মনের যাবতীয় কথা, সে অনুভূতি কোনো গুগল - মাইক্রোসফট কোনোভাবেই তৈরী করতে পারবে না।

যখন চিঠি লেখা নিয়ে ফেসবুক পোস্ট দিলাম, ঠিক কিছু বাছাই করা মানুষ সেই ফেলে দেওয়া সিস্টেমে ঢুকতে চাইলেন, আবার ৷

সবাইকে লিখে পোস্ট করেছি মাস ছয়েকের বেশি হয়ে গিয়েছে, কেউই পান নি সে সব চিঠি, এখনও ৷ Reference Date: 28th February, 2022.

বোধ হয় পোস্ট অফিসে 'পোস্ট ম্যান' নামে কোনো পদই আর নেই ৷ থাকলেও Recruitment বন্ধ হয়ে গিয়েছে হয়ত ৷ ভাবছি, আমরা চিঠি লিখিয়েদের একটা Community তৈরী করে RTI -এর পথে হাঁটব কিনা !

রাষ্ট্র লোক -দেখানোর জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমকে অর্ধেক জীবিত রাখতে পারেনা - পোস্ট অফিস আছে, পোস্ট কার্ড আছে, পোষ্ট বক্স আছে, কিন্তু চিঠি যায় না...
কেন?

আসুন, অকাজ করি...




No comments: