Friday, 7 February 2020

ক্রন্দসি


নিভৃত তমশা অগ্নিশিখাসম
প্রজ্বলিত মিহির কিরণে
মেদিনী ত্রহ্যস্পর্শে শুষ্ক।
 নিবারি-অঙ্কিত-রেখায়
সমাধিস্ত ষড়রিপু সুধায় স্বতেজে হায়
এ কি,পশিল মোর পৌরুষে?"
নরাধম'--স্বাক্ষরে নিবিড় হইল মম
অস্তিত্বের পূর্ণগ্রাস।
যাহারা নিভাইল মোর তীব্র এ-হেন তেজঃ,
প্রণমি সবারে।
ক্ষমিয় পার্বতিনরঃ!--
বীর ও বীরসম্ভবা
ক্ষাত্র পাশুপতে মজালে
আমারি অবারিত অনুধাবন।
রোষানল পরিমিত, স্তব্ধ দিবানিশি,
কলঙ্কে ভাতিছে সৌরভ,
যেমতি গৌরব-লোলুপ ভ্রমর
ধায় মধু সিঞ্চিতে....

No comments: