হাওয়া বড় তেজ
মুসারফ পারভেজ়
সোনার মুসাফিরানা
অস্তিত্ব অচেনা
মাথাতে লাল শালু
দপদপে ব্রহ্মতালু
আঙ্গুল আর মাথা
জ্বলছে অগ্নিচিতা।
আমিই কি আর সত্যি,
যার মেলে না একরত্তি?
তুমি আমার আমি তোমার
শব্দ শুধু -- ল্যান্ডরোভার।
ছাদ আর বিকেলে
বড্ড সেকেলে
নিমেষে হয় মিথ্যে
দারুণ অবচিত্তে।
আমি কিই বা জানি
অকারণ অভিমানী
চেয়েছি শুধু ভাল
তার রঙ নাকি খুব কালো
তবুও সব সাদা
কি যেন এক ধাঁধা
হারনো এক লকেট
জুড়ল জামার পকেট
হাতের সিগারেট
জ্বলছে ক্ষিদেয় পেট
ঠোঁটের চেনাশোনা
পুজোর আল্পনা
আমার নেই কো কিছু
নিয়ণ মাথা-পিছু
শুধুই মৃত্যু স্বপ্ন,
আর খানিকটা জাস্ট যত্ন…
No comments:
Post a Comment