অন্ধকার
বন্ধ ঘরে
আঙ্গুল-আঙ্গুল
খেলা
রূপোলীতে
আবেশ ঘন
হিসেব
হারায় বেলা
হঠাৎ
ব্রেকে আলোর ছোঁয়া
পপ-কর্ণ
আর পেপসি
আবার
গল্প শুরুর মাঝে
লিপ-লাইনে
toothsie
চোখের
ওপর চুল ঘেঁটে যায়
আমার
কপাল ঘামে
ট্র্যাফিক
জ্যামে পুলিশ হাঁটে
শহরে
সন্ধ্যে নামে
খেলনা
নিয়ে আগুন আঙ্গুল
স্পিডোমিটারে
সিক্সটি
জিভ
চাটছে স্ট্রবেরী আর
ঘুম
ভাঙ্গলেই texty
ছুটির
ফাঁদে পড়বে ধরা
লক্ষ
কথার এক-কথা
ফর্কে
গাঁথা শিক-কাবাবে
চাটনি
লাগবে মোটকথা
মিশকালো
সেই miss করাতে
রঙ
চটেনা একটুও
দূর
কি কখনো হয়েছে কাছের? –
প্রশ্নটুকু
বাদ দিও
No comments:
Post a Comment