কতগুলো দাগ জুড়ে কাটাকুটি হয়,
দু’টো?
রাশি রাশি শূণ্য জুড়ে সংখ্যা বেড়ে চলে,
খড়-কুটো।
পেতে পেতে সব হারানো-র খেলায়
হার-জিত।
ভূমিকম্প, শিহরণ, লন্ডভণ্ডনড়ে ভিত।
গল্প হবে কারো কাছে,
সবার কাছে মিথ্যেতবুও নিঠুর হৃদয় নাচে
ধ্বংস মম চিত্তে।
হলুদ লালের দারুন মিশেল,সিঁদুর গোধূলী,
নতুন আলো ছোঁয় না যেন,
প্রেমের কাঁচুলী!
No comments:
Post a Comment